Monday, April 29, 2024
spot_img
Homeখেলা'বড্ড বেশি হাসে', হার্দিককে তোপ পিটারসেনের

‘বড্ড বেশি হাসে’, হার্দিককে তোপ পিটারসেনের

হার্দিককে তোপ দাগলেন কেভিন পিটারসন।রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল হার্দিকের মুম্বই। কিন্তু সেই ম্যাচে বারবার সমালোচনার মুখে পড়েছে হার্দিকের অধিনায়কত্ব। কিংবদন্তি সুনীল গাভাসকরও বলেন, “সম্ভবত বহু, বহুদিন পর এরকম জঘন্য মানের বোলিং দেখলাম।

'বড্ড বেশি হাসে', হার্দিককে তোপ পিটারসেনের

যেন মনে হচ্ছিল প্রিয় গুরুকে দক্ষিণা দিচ্ছে। ছয় মারবে জেনেও সেরকমই বল দিচ্ছিল।অত্যন্ত সাধারণ মানের অধিনায়কত্ব হার্দিকের।” গাভাসকরের সঙ্গেই সুর মিলিয়েছেন পিটারসনও। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আজকে এমন একটা ক্যাপ্টেনকে দেখলাম, যার কাছে পাঁচ ঘণ্টা পুরনো একটা প্ল্যান রয়েছে।

'বড্ড বেশি হাসে', হার্দিককে তোপ পিটারসেনের

টিম মিটিংয়ের সময়ের ওই প্ল্যান করা হয়েছিল। কিন্তু দরকার বুঝে সময় মতো ‘প্ল্যান বি’তে যেতে পারে না এই ক্যাপ্টেন। যখন পেসাররা ওভারে ২০ রান দিচ্ছে সেই সময়ে স্পিনারদের কেন আক্রমণে আনা হল না?” সেই সঙ্গে পিটারসনের তোপ, “টস করতে এসে হার্দিক বড্ড বেশি হাসছে।

'বড্ড বেশি হাসে', হার্দিককে তোপ পিটারসেনের

সকলকে দেখাতে চাইছে, ও খুব খুশি। কিন্তু আসলে ও মোটেই খুশি নয়।” তবে প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের কথায়, মাঠে নামলেই হার্দিককে যেভাবে কটাক্ষের মুখে পড়তে হয়, তাতে কষ্ট পাচ্ছেন তারকা অলরাউন্ডার।

Most Popular