Monday, April 29, 2024
spot_img
Homeজেলাজাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

জাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকায়েতের সমর্থনে নির্বাচনী প্রচার সভা করছে পাথরপ্রতিমা ব্লক বিজেপি। সোমবার পাথরপ্রতিমা কলেজ মোড়ে এই সভা করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন ছিল পাথরপ্রতিমায় বাজারবার।

জাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

ফলে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক এই নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে মথরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত জানান, ১৫ বছরে এই কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাতুয়া তেমন কোনও কাজ করেননি। তাছাড়া পাথরপ্রতিমা সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের বিভিন্ন চাহিদার কথা লোকসভায় উত্থাপন করেননি।

জাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

ফলে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। তাই ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের মতো জগদ্দল পাথরকে সরিয়ে নতুন সূর্যোদয় তিনি করতে চাইছেন। এছাড়া রাজ্যে তৃণমূলের দুর্নীতি রুখতে, বেকার যুবকদের কর্মসংস্থান, চাকরি চুরি বন্ধ করা সহ কৃষির উন্নতি এবং তা থেকে উৎপন্ন ফসলকে সংরক্ষণ করা,

জাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

মৎস্যজীবীদের মাছ সংরক্ষণ করা, সুন্দরবনের নদীবাঁধকে স্থায়ীভাবে নির্মাণ করা সহ একাধিক লক্ষ্য তাঁর রয়েছে বলে বিজেপি প্রার্থী জানান। তিনি আরোও বলেন, মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কাজ এবং গরিব কল্যাণের সমস্ত রকম উন্নয়নমূলক কাজ করা হবে।

জাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস যাতে সরকারে না আসতে পারে, সেই লক্ষ্যমাত্রা রয়েছে বলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জানান। প্রার্থী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা বিধানসভার কনভেনার অসিতবরণ গিরি, লোকসভার কো-কনভেনার নন্দলাল বারুই,

জাতুয়া ১৫ বছরে কিছুই করেননি, অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের

বিজেপির জেলা সম্পাদিকা তপতী মাইতি, জেলা সহ-সভাপতি সুনির্মল দাস পাথরপ্রতিমা দু’নম্বর মণ্ডলের সভাপতি যতু দাস সহ বিজেপি নেতৃত্ব।

Most Popular