Monday, April 29, 2024
spot_img
Homeজেলাঅশুভ শক্তি নাশ করার জন্য বাসন্তী পুজোর শুরুতেই জীবন্ত প্রতিমাকে ১০টি অস্ত্র...

অশুভ শক্তি নাশ করার জন্য বাসন্তী পুজোর শুরুতেই জীবন্ত প্রতিমাকে ১০টি অস্ত্র প্রদান

বিশ্ব সমাচার, ক্যানিং: অসুরনাশিনী জীবন্ত প্রতিমাকে দশটি অস্ত্র প্রদান করলেন বাসন্তীর বড়িয়া পুকুরপাড়া সর্ব্বজনীন বাসন্তী পুজো কমিটি।প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর চুনাখালি পঞ্চায়েতের বড়িয়া পুকুরপাড়া গ্রামের সিংহভাগ মানুষ তফসিলি সম্প্রদায়ভুক্ত। দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর মুখে একটুকরো হাসি ফোটাতে প্রায় ৯ বছর আগে বড়িয়া পুকুরপাড়ার মোড়ল-মাতব্বরা বাসন্তী পুজোর আয়োজন করেন।

অশুভ শক্তি নাশ করার জন্য বাসন্তী পুজোর শুরুতেই জীবন্ত প্রতিমাকে ১০টি অস্ত্র প্রদান

রবিবার সন্ধ্যায় নবম বর্ষের বাসন্তী পুজোর সূচনা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল,

অশুভ শক্তি নাশ করার জন্য বাসন্তী পুজোর শুরুতেই জীবন্ত প্রতিমাকে ১০টি অস্ত্র প্রদান

সহসভাপতি আতিয়ার রহমান মোল্লা, বাসন্তী ব্লক তৃণমূল নেতা তথা বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজি, শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালি, সমাজসেবী বাপ্পাদিত্য নস্কর সহ অন্যান্যরা। এদিন পুজো

অশুভ শক্তি নাশ করার জন্য বাসন্তী পুজোর শুরুতেই জীবন্ত প্রতিমাকে ১০টি অস্ত্র প্রদান

উদ্বোধনের পাশাপাশি পুজো কমিটির মঞ্চ থেকে প্রার্থী প্রতিমা মণ্ডলকে ফুলের তৈরি দশটি অস্ত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
পুজো কমিটির সভাপতি দেবাশিস বৈরাগী জানিয়েছেন, বাসন্তী পুজো উপলক্ষে মেলা, উৎসব চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। মেলায় থাকছে বিভিন্ন ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Most Popular