Tuesday, May 14, 2024
spot_img
Homeখেলাহার্দিকই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, দাবি সিধুর

হার্দিকই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, দাবি সিধুর

হার্দিককে নিয়ে যত বিতর্কই হোক না কেন, দেশের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু কিন্তু বর্তমান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের হয়েই ব্যাট ধরলেন। তিনি জানিয়ে দিলেন, পাণ্ডিয়াই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।নভজ্যোৎ সিধু বলছেন, ”হার্দিক পাণ্ডিয়াই ভবিষ্যৎ। রোহিতের বয়স ৩৬-৩৭ হয়ে গিয়েছে।

হার্দিকই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, দাবি সিধুর

আর কয়েকবছর বাকি রয়েছে ওর। রোহিত শর্মা দুর্দান্ত ক্রিকেটার এবং ততটাই ভালো অধিনায়ক। সামনের দিকে তাকাতে হবে এবং কাউকে জমি ছেড়ে দেওয়ার জন্য তৈরি করে নিতে হবে।” তিনি আরও বলন, ”হার্দিক কিন্তু সহজাত পছন্দ। সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হার্দিককে ভাইস ক্যাপ্টেন করেছিল।”

হার্দিকই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, দাবি সিধুর

টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে সিধুর পছন্দ আবার জশপ্রীত বুমরাহ। দেশের প্রাক্তন ক্রিকেটার বলেন, “জশপ্রীত বুমরাহ প্রত্যাশার চাপ সামলেছে দারুণভাবে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে বুমরাহর কথা ভাবাই যায়।”

Most Popular