Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্য‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’, হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান

‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’, হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান

শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। তবে এবার পুরো সন্দেশখালি-কাণ্ডেই তদন্তভার দেওয়া হয়েছে ওই কেন্দ্রীয় সংস্থাকে। স্বতঃপ্রণোদিত মামলা ও জনস্বার্থ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।এবার সন্দেশখালিতে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন শেখ শাহজাহান।

‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’, হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান

বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আদালতের নির্দেশ মতো বৃহস্পতিবার তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বের করা হয়। তখনই এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহজাহান বলেন, ‘‘খুব ভাল হবে। সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।’’ ইডি তদন্ত নিয়ে তিনি বলেন, “ইডি তদন্ত হলে সবচেয়ে ভালো হবে।”

‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’, হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান

তাঁর এহেন মন্তব্যে শোরগোল পড়েছে।গত রবিবার সাংবাদিকরা শাহজাহানকে প্রশ্ন করেছিলেন, কে আপনাকে ফাঁসাচ্ছে? নাম বলুন। জবাবে শাহজাহান বলে, ‘কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।’ যদিও শুক্রবারই সে বলেছিল, ‘আমার বিরুদ্ধে বিজেপির দালালরা চক্রান্ত করছে।’ এবার শাহজাহানের এই ভোলবদলে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে।

‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’, হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান

মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়নের মণি শাহজাহানের সঙ্গে কি তবে তৃণমূলের দূরত্ব বাড়ছে? গ্রেফতারির ঠিক আগে শাহজাহানকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। এর পর একে একে গ্রেফতার হয়েছে জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লার মতো অনুগামীরা। গ্রেফতার হয়েছে তার ভাই আলমগির মোল্লা।

‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’, হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান

তাছাড়া শাহজাহানের সরবেড়িয়ার বাড়ি সিল করে রেখেছে ইডি। যার ফলে সন্তানসহ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি কার্যত ভিটেহারা। যদিও এখনো নাম না করে শাহজাহানের পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Most Popular