Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

ডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

লোকসভা ভোটে বাংলায় অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্রে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখনও প্রার্থীই ঘোষণা করেনি।তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত এই ডায়মন্ড হারবার কেন্দ্র। আর সেখানে এখনও না প্রার্থী দেওয়ায় বুধবার সন্ধেতেও এই নিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

তবে এসবের মধ্যেই এবার ডায়মন্ড হারবারের দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল বিজেপি।পদ্ম শিবিরের তরফে দাবি করা হচ্ছে, ধীরে ধীরে সব প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে। সম্প্রতি আসানসোলেও শত্রুঘ্ন সিনহার বিপরীতে এস এস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। ৪২টি আসনের মধ্যে ৪১টি আসনেই প্রার্থী দিয়ে ফেলেছে বিজেপি।

ডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

তাছাড়া আরও একটি যুক্তি দেখানো হচ্ছে বিজেপির তরফে যে, ডায়মন্ড হারবারের ভোট একদম শেষ দফায়। সেক্ষেত্রে হাতে এখনও অনেক সময় আছে। সূত্রের খবর, বিজেপির তরফে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, ‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেউ যেন ভাববেন না, প্রার্থীর নাম এখনও ঘোষণা না হওয়া মানে বিজেপির দুর্বলতা।

ডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

বরং এটা ভাবুন তৃণমূলের দলদাস পুলিশ ও গুন্ডাদের হাত থেকে দলীয় কর্মীদের রক্ষার জন্য অন্তত সাময়িক সুরাহার একটু সময় নেওয়া।’ বিজেপির তরফে দলীয় কর্মীদের উদ্দেশে এও বলা হয়েছে, ‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবার বিজেপির জয় নিশ্চিত।

ডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ ভাবে নজর দিচ্ছেন।’ বিজেপি কর্মীরা যাতে অধৈর্য্য না হয়ে পড়েন, সেই বার্তাও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হওয়ার দৌঁড়ে একাধিক জনের নাম চর্চায় রয়েছে। সেই তালিকায় রয়েছেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা এক আইনজীবী।

ডায়মন্ড হারবার নিয়ে দলীয় কর্মীদের বার্তা বিজেপির

দল বদল করা এক ছাত্র নেতাও আছেন তালিকায়, যিনি ইদানিং ডায়মন্ড হারবার নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্য়ে আনছেন। উঠে আসছে এক লড়াকু মহিলা আইনজীবীর নামও।

Most Popular