Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

ট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

রচনা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রেখেছেন। আর গত মাসে ভোটের প্রচার শুরু করেই একটি বেফাঁস মন্তব্য করে বসেছিলেন। রাজ্যে শিল্পায়ন হয়েছে এটা বোঝাতে চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বলে মন্তব্য করে বসেন। আর তারপরই চরম ট্রোল্ড হয়েছিলেন তিনি।

ট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

এবার সেই ট্রোলের জবাব দিলেন তিনি।ইদের দিন সকালে প্রচারে বেরিয়ে হাঁটতে হাঁটতেই একটি রিল তৈরি করে ফেলেন রচনা। সেখানে বাসন্তী রঙের পোশাক পরিহিত ‘দিদি নম্বর ওয়ান’-এর পিছনে দেখা যাচ্ছে একটি কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। হলদে ফ্রেমের বাহারি চশমা পরে সে দিকেই আঙুল তুলে দেখাচ্ছেন রচনা আর বলছেন, ‘‘আমাদের হুগলির ধোঁয়া।

ট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

যে ধোঁয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি। এটা কিন্তু সিগারেট-বিড়ির ধোঁয়া নয়, এটা হল মেশিনের ধোঁয়া!’’ যদিও রিলের সমালোচনা করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা এককালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রচনার সতীর্থ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকাল ট্রেনে প্রচার সেরে নামতেই লকেটকে প্রশ্ন করা হয় রচনার রিল নিয়ে।

ট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

তিনি বলেন, ‘‘মানুষ জানেন, কোনও কিছুই হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁদছেন, বুলডোজ়ার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দিয়েছে। ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেখানে সব যন্ত্র চুরি করেছে। সিগারেটের না কি চিমনির— কিসের ধোঁয়া বলতে পারব না। আমি তো কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না।

ট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

কোনও বড় শিল্প কি এসেছে? কোনও শিল্প কি হয়েছে?’’ প্রাক্তন সতীর্থকে পাল্টা জবাব দিতে দেরি করেননি রচনা। তিনি বলেন, ‘‘আমার রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছিলাম। সেটাই বলেছিলাম। এ বার কী বলবেন? সবাই বলেছিলেন যে, ওটা নাকি বিড়ির ধোঁয়া ছিল।

ট্রোলের জবাব রিলে! কারখানার চিমনির ধোঁয়া দেখিয়ে ভিডিয়ো রচনার

ওটা বিড়ির ধোঁয়া না কারখানায় লাগানো চিমনির ধোঁয়া, সেটা আপনারা বিচার করুন। প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন, আমি কিছুই ভুল বলিনি। ৪ জুনের পর আরও আরও ধোঁয়া দেখবেন।’’

Most Popular