Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্য৩ আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চিন্তা বাড়ল বিজেপির!

৩ আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চিন্তা বাড়ল বিজেপির!

মতুয়া অধ্যুষিত রাজ্যের তিনটি আসনে ‘স্বাধীন’ প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’। বনগাঁ, কৃষ্ণনগর এবং বারাসত এই তিন আসনে প্রার্থী দিচ্ছে তাদের সংগঠনসংগঠনের অভিযোগ, রাজ্যে মতুয়া ও অন্যান্য় জনজাতিদের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাদের কথা ভাবাই হয়নি কখনও।

৩ আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চিন্তা বাড়ল বিজেপির!

তাই এবার রাজ্যের তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়া সংগঠন।প্রাথমিক ভাবে এই সংগঠনের নেতারা ঠিক করেছিলেন বনগাঁ, বারাসতের সঙ্গে বর্ধমান পূর্বে প্রার্থী দেবেন। কিন্তু নেতৃত্বের তরফে বলা হয়েছে, যাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল, তিনি বেশ অসুস্থ। তাই ঝুঁকি নেওয়া হয়নি।

৩ আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চিন্তা বাড়ল বিজেপির!

তার বদলে কৃষ্ণনগরে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উদ্যোক্তাদের অন্যতম দেবব্রত রায় বলেন, ‘‘সিপিএম জমানার শেষ থেকে মতুয়াদের নিয়ে রাজনীতি শুরু হয়। তার পর তৃণমূল এবং বিজেপি তা করে চলেছে। কিন্তু আসল যাঁরা ভক্ত, তাঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন। তাই আমরা চেয়েছি আমাদের প্রার্থী জিতুন।’’

৩ আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চিন্তা বাড়ল বিজেপির!

এই প্রার্থী বিজেপির চিন্তা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।২০১৯ সালের লোকসভা ভোট থেকেই মতুয়াভূমে শক্ত জমি তৈরি করেছে বিজেপি। সে বার মতুয়া ভোটের আধিক্য থাকা বনগাঁ এবং রানাঘাটে জয়ী হয় বিজেপি।যে তিন আসনে শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন প্রার্থী দিচ্ছে, সেই আসনগুলিতে মতুয়াদের ভোট রয়েছে।

৩ আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চিন্তা বাড়ল বিজেপির!

কৃষ্ণনগর এবং বনগাঁর একাংশে সেই ভোট নির্ণায়ক বলেও দাবি রাজনৈতিক মহলের অনেকের। সেই প্রেক্ষাপটে স্বাধীন প্রার্থীরা কতটা ভোট কাটতে পারবেন, তাতে কার যাত্রা ভঙ্গ হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Most Popular