Monday, April 29, 2024
spot_img
Homeখেলাহাসরঙ্গার জায়গায় তরুণ শ্রীলঙ্কান স্পিনারকে দলে নিল হায়দরাবাদ

হাসরঙ্গার জায়গায় তরুণ শ্রীলঙ্কান স্পিনারকে দলে নিল হায়দরাবাদ

ওয়ানিন্দু হাসরঙ্গার জায়গায় শ্রীলঙ্কার তরুণ লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্তকে দলে নিল হায়দরাবাদ। প্রথমে জানা গিয়েছিল যে হাসরঙ্গ আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না। পরে পুরো আইপিএল থেকেই বাদ হয়ে যান তিনি। নিলামে দেড় কোটি টাকায় হাসরঙ্গকে কিনেছিল হায়দরাবাদ। কিন্তু তাঁর চোট এখনও সারেনি।

হাসরঙ্গার জায়গায় তরুণ শ্রীলঙ্কান স্পিনারকে দলে নিল হায়দরাবাদ

অভিজ্ঞ লেগ স্পিনার এখন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বাংলাদেশ সফরে গিয়ে চোট পেয়েছেন হাসরঙ্গ। তাই তাঁকে আইপিএল খেলতে দিতে রাজি নন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।বিসিসিআইকে দেওয়া চিঠিতে শ্রীলঙ্কা ক্রিকেট লিখেছে, ‘‘হাসরঙ্গর চোট রয়েছে। এখন রিহ্যাব চলছে।

হাসরঙ্গার জায়গায় তরুণ শ্রীলঙ্কান স্পিনারকে দলে নিল হায়দরাবাদ

এই পরিস্থিতিতে হাসরঙ্গের পক্ষে আইপিএল খেলা সম্ভব নয়। বাঁ পায়ের গোড়ালির চোট সারানোর জন্য যথেষ্ট সময় প্রয়োজন হাসরঙ্গর। চিকিৎসকদের পরামর্শ নিয়ে কয়েক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছে। চিকিৎসকেরা আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই এই মরসুমের আইপিএলে হাসরঙ্গের খেলার সম্ভাবনা নেই।’’

হাসরঙ্গার জায়গায় তরুণ শ্রীলঙ্কান স্পিনারকে দলে নিল হায়দরাবাদ

এরপরেই শ্রীলঙ্কার তরুণ স্পিনারকে দলে নেয় তারা। বিজয়কান্ত শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন। সেই ম্যাচে একটিই উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে যদিও ৬ ম্যাচে ১৬টি উইকেট আছে বিজয়কান্তের। তিনি সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে খেলেছেন ৩৩টি ম্যাচ। নিয়েছেন ৪২টি উইকেট।

Most Popular