Monday, April 29, 2024
spot_img
Homeজেলাসোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও...

সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি

বিশ্ব সমাচার, বারুইপূর: ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকা সোনার গহনা ও টাকা চুরি হল। দক্ষিণ ২৪ পরগনার সোনাপুর থানার বোসপুকুর এলাকায়। খোয়া গিয়েছে একশো গ্রাম সোনার গহনা, নগদ ৩৫ হাজার টাকা৷ গহনার মধ্যে রয়েছে ২০-২২ জোড়া কানের দুল, সাতটি আংটি, এছাড়া নোয়া প্রভৃতি৷

সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি

যার বাজারদর আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একতলা ওই বাড়িতে থাকেন মা ও মেয়ে নমিতা ও অর্পিতা ভট্টাচার্য। বছর পঁয়ষট্টির নমিতা গত রবিবার কসবায় বড় মেয়ের বাড়িতে যান। অর্পিতা বাড়িতে একাই ছিলেন। তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন।

সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি

অফিসে না গিয়ে তাঁর কাজ থাকায় বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে যান তিনি। বিকেলে ফিরে এসে দেখেন, সদর দরজায় যেমন চাবি দেওয়া ছিল, তেমনই রয়েছে। কিন্তু ঘরের তালা ভাঙা। ভিতরে আলমারিরর চাবিও ভাঙা। সারা ঘর লন্ডভন্ড। রাতেই সোনারপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেন অর্পিতা।

সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি

জনবহুল পাড়ার মধ্যে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আশপাশে প্রচুর বাড়ি। কাছে একটি স্কুলও রয়েছে। দুপুর পর্যন্ত আশপাশে লোকজন ছিলেন বলেই জানান এলাকার মানুষ। দুপুরে এলাকা কিছুটা নিঃস্তব্ধ হতেই দুষ্কৃতীরা সেই সুযোগ নেয় বলে অনুমান এলাকার মানুষের।

সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি

অর্পিতা বলেন, বহু দিন ধরে এই এলাকায় রয়েছি। আগে এরকম ঘটেনি। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমাদের সন্দেহ, এলাকার কেউই এটা করেছে। পুলিশকে সে কথা জানিয়েছি।

সোনারপুরে ভরদুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও টাকা চুরি

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পাড়ার কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় ওই পরিবারের চেনা কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Most Popular