Monday, April 29, 2024
spot_img
Homeদেশবিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের আহমেদনগর জেলার ওয়াডকি গ্রামে।তবে দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কাজ চালানোর পর কুয়ো থেকে ৫ টি দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কুয়োটি।

বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

স্থানীয় কৃষকেরা সেটিকে আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করত। মঙ্গলবার বিকেলের দিকে ওই কুয়োতে পড়ে যায় একটি বিড়াল। তাঁকে উদ্ধার করতে কুয়োর মধ্যে ঝাঁপ দেন এক যুবক। দীর্ঘক্ষণ ধরে সে কুয়ো থেকে উঠছে না দেখে কুয়োয় নামতে গিয়ে পড়ে যান পরিবারের আর এক সদস্য।

বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

এভাবেই একে একে কুয়োর মধ্যে নেমে আর উঠতে পারেননি পরিবারের ৬ জন সদস্য। বিষয়টি গুরুতর বুঝে ঘটনাস্থলে আসেন এলাকার লোকজন। খবর দেওয়া হয় পুলিশকেও।প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাতে ওই কুয়োতে উদ্ধারকাজে নামে উদ্ধারকারী দল।

বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

দীর্ঘ চেষ্টার পর এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর একে একে পরিবারের বাকি ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ জমে ছিল কুয়োর ভিতর।

বিড়ালকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

তা সরিয়ে উদ্ধারকাজ চালাতে রীতিমতো সমস্যা হচ্ছিল। শেষে স্থানীয় পুরসভা থেকে ২টি পাম্প নিয়ে এসে জল তুলে দেহ উদ্ধার করা সম্ভব হয়।

Most Popular