Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যদেওয়াল লিখন ঘিরে বোমাবাজি, আহত শিশু-সহ ৫

দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি, আহত শিশু-সহ ৫

ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি। বোমাবাজিতে জখম হয়েছে এক শিশু-সহ পাঁচজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে আন্দুলবেড়িয়া এলাকায় দেওয়াল লিখতে গিয়েছিলেন এলাকার তৃণমূল নেতা রবিউল আলম গোষ্ঠীর অনুগামীরা। সে সময়ে আবার ওই এলাকায় ছিলেন ব্লক সভাপতি, পঞ্চায়েত সভাপতির অনুগামীরা।

দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি, আহত শিশু-সহ ৫

স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের তরফেই জানা গিয়েছে, এলাকার আধিপত্য নিয়ে দুই নেতার মধ্যে বিবাদ অনেক পুরনো। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে ঝামেলা হত। অভিযোগ, দেওয়াল লিখনের সময়েই রবিউল আলমের গোষ্ঠীর লোকেদের ওপর হামলা চলে। এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি।

দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি, আহত শিশু-সহ ৫

বাড়ির সামনেই ছিল বছর দশেকের এক নাবালক। বোমার স্প্লিন্টার ছিটকে এসে ঝলসে যায় তার পা। বোমাবাজির মধ্যে পড়ে আহত হন আরও পাঁচ জন।আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি, আহত শিশু-সহ ৫

তবে গোষ্ঠীদ্বন্দের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক রবিউল আলম।তিনি বলেন, ‘এটা দু’জনের পারিবারির বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’

Most Popular