Wednesday, May 15, 2024
spot_img
Homeজেলাচুরির অপরাধে শিশুর হাত ও পা বাঁধার অপরাধে আটক দোকান মালিক

চুরির অপরাধে শিশুর হাত ও পা বাঁধার অপরাধে আটক দোকান মালিক

রফিকুল ঢালী, কুলতলি : টাকা চুরির অভিযোগে ১১ বছরের একটি বাচ্চাকে বেঁধে রাখার অভিযোগ। অভিযোগ এক দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাজির হাট এলাকায়। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনারস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে।

চুরির অপরাধে শিশুর হাত ও পা বাঁধার অপরাধে আটক দোকান মালিক

তাঁকে উদ্ধার করে কুলতলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমে কুলতলী থানার পুলিশ দোকান মালিককে আটক করেছে। আটক দোকান মালিক অমৃত কয়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলী থানা এলাকার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাজিরহাট এলাকার ব্যবসায়ী অমৃত কয়াল।

চুরির অপরাধে শিশুর হাত ও পা বাঁধার অপরাধে আটক দোকান মালিক

হাজিরহাটে তার একটি দোকান রয়েছে। এই দোকানে মাছের খাবার বিক্রি করা হয়। সকালবেলা এসে দোকান খুললেই চুরির ঘটনা ঘটতো প্রায়ই। অভিযুক্ত ছেলেটি প্রায়ই টাকা নিয়ে পালাতে বলে অভিযোগ। শুক্রবার সকালে টাকা চুরির সময় তা দেখে ফেলেন দোকানদার।

চুরির অপরাধে শিশুর হাত ও পা বাঁধার অপরাধে আটক দোকান মালিক

তখনই অভিযুক্তকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায। বাইক নিয়ে ধাওয়া করে তাকে ধরে নিয়ে আসা হয়। দোকানের সামনেই হাত ও পা বেঁধে তাকে শুইয়ে রাখা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে কুলতলী থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে দোকান মালিককে আটক করে পুলিশ।

চুরির অপরাধে শিশুর হাত ও পা বাঁধার অপরাধে আটক দোকান মালিক

ওই শিশুকে চিকিৎসার পর রাখা হয়েছে কুলতলী থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে।বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস বলেন এই ঘটনা যে ব্যক্তি ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular