Monday, May 20, 2024
spot_img
Homeজেলামন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি। এর মধ্যে পশ্চিমবঙ্গে কুড়িটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে, বিজেপি প্রার্থীরা ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন।

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অরিন্দম গঙ্গোপাধ্যায় সোমবার বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবাড়িয়ার শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন।দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু’টিতে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় এদিন মন্দিরে পুজো দিয়ে উদ্দীপনার মধ্যেই সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়ালে পদ্মফুল এঁকে লোকসভা যুদ্ধে নেমে পড়লেন। গতবার এই কেন্দ্রে তৃণমূলের মিমি চক্রবর্তী জিতেছিলেন প্রায় ৩ লক্ষ ভোটে। বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা। সেই কেন্দ্রে জেতার ব্যাপারে এবার আশাবাদী বিজেপি প্রার্থী।

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী

এদিন সন্দেশখালি নিয়ে তিনি মুখ খোলেন। বলেন, আরামবাগে প্রধানমন্ত্রী এসে সন্দেশখালি নিয়ে বহু কথাই বলেছেন। সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়ে তৃণমূলকে যোগ্য জবাব দেবেন। মাতৃশক্তির সুরক্ষা প্রয়োজন। এই ইস্যুতে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। অনির্বাণবাবু কেন্দ্রের প্রকল্পগুলির সুফল নিয়ে মানুষের সঙ্গে কথা বলেন।

Most Popular

error: Content is protected !!