Saturday, May 11, 2024
spot_img
Homeদেশরামমন্দির নিয়ে প্রতারণা, কিউআর কোডে অনুদান তুলছে প্রতারকরা

রামমন্দির নিয়ে প্রতারণা, কিউআর কোডে অনুদান তুলছে প্রতারকরা

রামমন্দির নিয়ে প্রতারণা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।এই বিষয়ে সতর্ক করল খোদ বিশ্ব হিন্দু পরিষদ ।এক্স হ্যান্ডেলে এই বিষয়ে দলের তরফে সতর্ক করা হয়েছে ভক্তদের। সেখানে জানানো হয়েছে, একদল সাইবার প্রতারক মন্দিরের জন্য অনুদানের নামে টাকা তুলছে। পাঠানো হচ্ছে কিউআর কোড। যদিও রামতীর্থ ক্ষেত্রে ট্রাস্ট এভাবে অনুদান গ্রহণ করছে না।

রামমন্দির নিয়ে প্রতারণা, কিউআর কোডে অনুদান তুলছে প্রতারকরা

এই বিষয়ে প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।রামতীর্থ নিয়ে এমন ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।ভিএইচপি মুখপাত্র বিনোদ বনসল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এবং দিল্লি পুলিশকে ট্যাগ করে লেখেন, “সাবধান!! শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের নামে ভুয়ো আইডি বানিয়ে কিছু প্রতারণার চেষ্টা শুরু করেছে।

রামমন্দির নিয়ে প্রতারণা, কিউআর কোডে অনুদান তুলছে প্রতারকরা

এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রীরাম তীর্থ কাউকে উৎসবের জন্য অনুদান তোলার বরাত দেয়নি।” রামভক্তদের সতর্ক করে একটি ভিডিও মেসেজও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনোদ। সেখানে তিনি বলেন, এটা আনন্দের উৎসব। আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কোনও রকম অনুদান গ্রহণ করা হবে না।

Most Popular