Monday, May 20, 2024
spot_img
Homeজেলাবসে আঁকো প্রতিযোগীতা মৌশুতে

বসে আঁকো প্রতিযোগীতা মৌশুতে

বিশ্ব সমাচার, নামখানা : দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌশুনীর বাগডাঙ্গাতে আয়োজন করা হল সর্বভারতীয় বসে আঁকো প্রতিযোগিতা। হুগলির স্কিল ডেভেলপমেন্ট কম্পিউটার লিটারেসি মিশনের সহযোগিতায় শিশু কিশোর অংকন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এই সর্বভারতীয় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বসে আঁকো প্রতিযোগীতা মৌশুতে

এদিন উপস্থিত ছিলেন, বালিয়াড়া কিশোর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক সেখ মুজিবর রহমান, বালিয়ারা ইউনাইটেড নার্সারি কেজি স্কুলের প্রধান শিক্ষক মেহবুব আলী খান। শিশু-কিশোর অঙ্কন শিক্ষা কেন্দ্রের শিক্ষক পুপাই দাস বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত একটি দ্বীপ মৌশুনী। এই মৌশুনী দ্বীপের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেও অনেক পারদর্শী। তাই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

Most Popular

error: Content is protected !!