Thursday, May 16, 2024
spot_img
Homeরাজ্যডোম নয়, এবার থেকে শ্মশানে সৎকারে যুদ্ধ কর্মীদের নতুন নাম 'সৎকার কর্মী'

ডোম নয়, এবার থেকে শ্মশানে সৎকারে যুদ্ধ কর্মীদের নতুন নাম ‘সৎকার কর্মী’

স্টাফ রিপোর্টার: রাজ্যের একাধিক দপ্তরে নতুন নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। বুধবার বৈঠকের পর মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জেলা অফিসে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতদের জন্য ৪০ টি বেড বাড়ানো হয়েছে।

ডোম নয়, এবার থেকে শ্মশানে সৎকারে যুদ্ধ কর্মীদের নতুন নাম 'সৎকার কর্মী'

পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬টি নতুন পদ তৈরি করা হয়েছে। সেখানে নিয়োগ করা হবে।ডোমেদের নতুন নাম দেওয়া হয়েছে সৎকার কর্মী।চা সুন্দরী প্রকল্পে এতদিন চা শ্রমিকদের বাড়ি করে দিত রাজ্য সরকার। কিন্তু এবার থেকে আর বাড়ি বানিয়ে দেওয়া হবে না।

ডোম নয়, এবার থেকে শ্মশানে সৎকারে যুদ্ধ কর্মীদের নতুন নাম 'সৎকার কর্মী'

তাঁদের হাতে জমির পাট্টা দেওয়া হবে। সঙ্গে বাড়ি বানানোর জন্য তিন ধাপে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। নিজেদের ইচ্ছেমতো বাড়ি বানিয়ে নিতে পারবেন তাঁরা।

Most Popular

error: Content is protected !!