Friday, May 17, 2024
spot_img
Homeজেলাবারুইপুর থেকে রওনা হল ডিওয়াইএফের ইনসাফ যাত্রা

বারুইপুর থেকে রওনা হল ডিওয়াইএফের ইনসাফ যাত্রা

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা শুক্রবার ৫০ দিনের মাথায় শেষ হয় যাদবপুরে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বারুইপুর রেল ময়দান থেকে ইনসাফ যাত্রা শুরু হয়। বিকাল চারটেয় যাদবপুরে তা শেষ হয়। বৃহস্পতিবার আমতলা থেকে বারুইপুরের পদ্মপুকুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কার্যালয় পর্যন্ত এই যাত্রা আসে সন্ধ্যা সাড়ে ছ’টায়।

বারুইপুর থেকে রওনা হল ডিওয়াইএফের ইনসাফ যাত্রা

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। বারুইপুর পদ্মপুকুর থেকে পদযাত্রায় পা মেলান সিপিএম নেতা তথা প্রাক্তন সংসদ সুজন চক্রবর্তী। কয়েকশো মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। সুজনবাবু রামনগর পর্যন্ত যান।

বারুইপুর থেকে রওনা হল ডিওয়াইএফের ইনসাফ যাত্রা

সুজন চক্রবর্তী জানান, স্কুলের চাকরিপ্রার্থীরা শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওঅঁদের সঙ্গে কথা বলে এসেছেন। কিন্তু ওঁদের ঠকিয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী দেখা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়রাও দেখা করেছিলেন।

বারুইপুর থেকে রওনা হল ডিওয়াইএফের ইনসাফ যাত্রা

কিন্তু ওঁদের ঠকিয়েছেন। তাতে কোনও ফল হয়নি। কার্যত ঠকানোর ব্যবস্থা হচ্ছে। আমার মনে হয়, সরকার আন্দোলনকারীদের মনোভাব, দাবি, বক্তব্য যদি মেনে নেয়, তাহলে আমি খুব খুশি হব।

Most Popular

error: Content is protected !!