Friday, May 17, 2024
spot_img
Homeদেশ৪৫০০ বন্দে ভারতের লক্ষ্যমাত্রা মোদী সরকারের, দাবি সিন্ধিয়ার

৪৫০০ বন্দে ভারতের লক্ষ্যমাত্রা মোদী সরকারের, দাবি সিন্ধিয়ার

২০৪৭ সালের মধ্যে ৪ হাজার ৫০০ বন্দে ভারত ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদী সরকার। মোদীর আমলে দ্রুত ট্রেন বন্দে ভারত নিয়ে বলতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।তিনি আরও বলেছেন, ২০২৬-২৭ সালের মধ্যে ভারতে চলবে প্রথম বুলেট ট্রেন।

৪৫০০ বন্দে ভারতের লক্ষ্যমাত্রা মোদী সরকারের, দাবি সিন্ধিয়ার

আগামী বছরেই খুলে যাচ্ছে নয়ডার আন্তর্জাতিক বিমানবন্দর। শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে অযোধ্যার বিমানবন্দরও। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ২০২৪ সালের মধ্যে নাভি মুম্বইতে দ্বিতীয় বিমানবন্দরও তৈরি হয়ে যাবে।

৪৫০০ বন্দে ভারতের লক্ষ্যমাত্রা মোদী সরকারের, দাবি সিন্ধিয়ার

ট্রেন থেকে নির্গত কার্বনের পরিমাণ যাতে শূন্য হয়, সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি আরও বলেছেন, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের রেল ব্যবস্থার উন্নতি হয়েছে।

Most Popular

error: Content is protected !!