Saturday, May 11, 2024
spot_img
Homeজেলাজয়নগরের খুনের আসামি শাহরুলকে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

জয়নগরের খুনের আসামি শাহরুলকে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: শুক্রবার শাহরুলকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জয়নগরে তৃণমূল নেতা খুনে ধৃত শাহরুলের কাছ থেকে উদ্ধার হয়েছে মানিব্যাগ, আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের ছবি। টার্গেট যাতে মিস না হয়, সেজন্য তার কাছে আগে থেকেই দেওয়া হয়েছিল ছবি।

জয়নগরের খুনের আসামি শাহরুলকে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এছাড়াও তার মানিব্যাগ থেকে উদ্ধার হয়েছে আধারকার্ড ও প্যানকার্ড। ১০ দিনের পুলিশ হেফাজত শেষে এদিন ধৃত শাহরুলকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। নতুন করে এই ঘটনায় পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়নি।গত ১৩ নভেম্বর বাড়ির কাছেই খুন হন তৃণমুল নেতা সইফুদ্দিন।

জয়নগরের খুনের আসামি শাহরুলকে জেল হেফাজতের নির্দেশ বিচারকের

দু’টি বাইকে করে পাঁচজন আসে। শাহরুলই গুলি চালায় বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশের দাবি, খুনের পর সে ফোন করে আনিসুরকে জানায়, তার কাজ হয়ে গিয়েছে। এই ঘটনায় এখনও তিনজন পলাতক। তাদের খোঁজে নানান জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

Most Popular