Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যসমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল-বিজেপির চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল-বিজেপির চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

স্টাফ রিপোর্টার: সমবায় দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।মহিষাদলের কেশবপুর রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির একশো বছর পেরিয়ে যাওয়ায় সোমবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী এসে পৌঁছনোর পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল-বিজেপির চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

তৃণমূল বিধায়ক অনুষ্ঠানস্থলে হাজির হওয়ার পরই সেখানে তাঁরে দেখে ‘গো ব্যাক’ স্লোগান থেকে শুরু করে ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান দেন বিজেপির সমর্থকরা। তারপর চেয়ার ছোড়াছুড়ি থেকে একে-অপরকে মারধরে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা শুরু করে।

সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল-বিজেপির চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

যদিও এলাকায় তীব্র উত্তেজনা চলতে থাকায় শেষমেশ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী।তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর অভিযোগ, ‘বিজেপি তো এই কাজই করে। ওঁদের জেলার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে উস্কানি দিচ্ছেন, সেভাবেই কাজ করছেন বিজেপি সমর্থকরা।

সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল-বিজেপির চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

৩ হাজার লোকের সমবায়, শান্তিপূর্ণ মিটিং চলার মাঝে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করল। দেখুক মানুষ দেখুক, ওঁরা কী করছে। মানুষ দেখুক কাদের হাতে সমবায়ের, গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব তুলে দিয়েছে। মানুষই ওসব দেখে মুখ ফিরিয়ে নেবে, বিশ্বাস রাখি।’

সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূল-বিজেপির চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

এদিকে, পাল্টা বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, তাঁদের মারধর করা হয়েছে। গেরুয়া শিবিরের বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন বলেও দাবি তাঁদের।

Most Popular