Tuesday, April 30, 2024
spot_img
Homeকলকাতাবারাণসীর আদলে এবার কলকাতায় পালন হবে দেব দীপাবলি

বারাণসীর আদলে এবার কলকাতায় পালন হবে দেব দীপাবলি

স্টাফ রিপোর্টা: দেব দীপাবলি উৎসব উপলক্ষে কার্তিক পূর্ণিমায় বাড়তি আকর্ষণীয় হয়ে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় সেই উৎসব। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন।বারাণসীর দশাশ্বমেধ ঘাটের মতো এ বার কলকাতাতেও আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব।

বারাণসীর আদলে এবার কলকাতায় পালন হবে দেব দীপাবলি

কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরসভার তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে।

বারাণসীর আদলে এবার কলকাতায় পালন হবে দেব দীপাবলি

মুখ্যমন্ত্রী যাতে তাঁর সুবিধামতো যাতে ওই দেব দীপাবলি উৎসবে যোগদান করতে পারেন, সেই চেষ্টাও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে আয়োজনও।এ বিষয়ে পুরসভার এক আধিকারিক জানান, ”গোটা পরিকল্পনা আমাদের তৈরি। এটা বাস্তবায়নে যাতে কোনও রকম ধাক্কা খেতে না হয়, তাই সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

বারাণসীর আদলে এবার কলকাতায় পালন হবে দেব দীপাবলি

বিষয়টি জানিয়ে পৌর কমিশনার নবান্নে পাঠাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলা হবে, যাতে তিনি ওই দিনই ঘাটে উপস্থিত থাকেন। তাঁর ইচ্ছে অনুসারে এই আরতি শুরু হয়েছে। সেই আরতি এখন জনপ্রিয় হয়ে উঠেছে এতটাই যে দর্শকদের জায়গা দেওয়া যাচ্ছে না। সব ঠিক ভাবে হলে এবার এক অন্য আলোকময় ছবি ফুটে উঠবে কলকাতায়।”

Most Popular