Thursday, May 16, 2024
spot_img
Homeদেশরাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা...

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ বিতর্কে মহুয়া মৈত্রর বক্তব্য শোনার জন্য তাঁকে বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছিল সংসদীয় এথিক্স কমিটি।এদিন সংসদের এথিক্স কমিটির বৈঠকে হাজির হন মহুয়া।ওই কমিটির ১১ সদস্যের মধ্যে ৫ জন বিরোধী শিবিরের। ৬ জন বিজেপির।

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

বিরোধীদের মধ্যে তৃণমূলের কোনও সাংসদ না থাকলেও দুজন কংগ্রেসের, একজন জেডিইউয়ের, একজন সিপিআইয়ের এবং একজন বিএসপির সাংসদ আছেন।এথিক্স কমিটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মহুয়াকে দু’টি প্রশ্ন করা হয়েছে। এক, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন কি না?

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

দুই, বিদেশ থেকে মোট ৪৭ বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না? তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়ার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তিনি দাবি করেন, ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করে দেওয়ার পর তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করেছেন জয় আনন্দ দেহাদ্রাই।

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

সূত্রের খবর, বৈঠক চলাকালীন বিরোধী সাংসদরা মহুয়ার পাশে দাঁড়ান। প্রত্যাশিতভাবেই বিজেপি সাংসদরা তাঁকে চেপে ধরার চেষ্টা করেন বলে সূত্রের খবর। সেইসবের মধ্যে এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মহুয়া এবং বিরোধী সাংসদরা। মহুয়ার অভিযোগ, ‘ওঁরা যা ইচ্ছা, তাই বলছেন। ভুলভাল বকছেন তাঁরা।’

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

যার জেরে ক্ষোভে একযোগে ওয়াক আউট করেন মহুয়া-সহ সব বিরোধী সাংসদ। এমনকী বেরিয়ে আসার সময়ও রাগে রীতিমতো চিৎকার করতে দেখা যায় বিরোধী সাংসদদের। চিৎকার করে ক্ষোভপ্রকাশ করেন মহুয়া নিজেই। বিরোধী শিবিরের সাংসদদের অভিযোগ, খোদ নীতি কমিটির প্রধানই অনৈতিক এবং অশালীন প্রশ্ন করেছেন মহুয়াকে।

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

বিরোধী সাংসদরা বলছেন, মহুয়া বিদেশ সফরে থাকাকালীন কোন হোটেলে থাকতেন, কার সঙ্গে থাকতেন, বিল কে দিতেন, এ সব জানতে চায় এথিক্স কমিটির বিজেপি সদস্যরা। রাতে মহুয়াকে কারা ফোন করেন, কাদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ, সেসবও জানতে চাওয়া হয়।যদিও বিরোধীদের সেই দাবি উড়িয়ে দিয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্যান।

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

তিনি বলেন, ‘মহুয়া মৈত্রের বিরুদ্ধে অনৈতিক কাজের যে অভিযোগ উঠেছে, সেটা তদন্ত করে দেখাই হল কমিটির উদ্দেশ্য। কিন্তু সহযোগিতা করার পরিবর্তে রেগে গিয়ে প্যানেলের সদস্য এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বাজে কথা বলেন।অন্যদিকে, মহুয়া এবং এথিক্স কমিটির বিরোধী সদস্যেরা এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পরে ফের খোঁচা দিয়েছেন অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

নিশিকান্ত বৃহস্পতিবার বলেন, ‘‘মহুয়া আমার বিরুদ্ধে ভুল বার্তা ছড়াতে চাইছেন। বিরোধী সাংসদেরা এক জন অনগ্রসর নেতার এথিক্স কমিটির নেতৃত্ব দেওয়ায় অসন্তুষ্ট। তাই এমনটা করেছেন।’’ সেই সঙ্গে মহুয়া-সহ বিরোধী সাংসদদের তোলা ‘ব্যক্তিগত প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগ খারিজ করে ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্তের মন্তব্য,

রাতে কোন হোটেলে? কার সঙ্গে কথা? ‘ব্যক্তিগত’ প্রশ্নে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, খোঁচা বিজেপির

‘‘দর্শন হীরানন্দানি তাঁর হলফনামায় যে অভিযোগ এনেছেন, লোকসভার এথিক্স কমিটিকে তা নিয়ে মহুয়াকে প্রশ্ন করতেই হত।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘অভিযোগের সব প্রমাণ আমি দিয়েছি। কোনও শক্তিই মহুয়াকে রক্ষা করতে পারবে না।’’সব মিলিয়ে গোটা বিষয়টি ঘিরেই দিনভর অব্যাহত ছিল বিতর্ক।

Most Popular

error: Content is protected !!