Saturday, May 18, 2024
spot_img
Homeজেলাকুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

কুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

রফিকুল ঢালী, কুলতলী : সোনার ঠাকুর কিনতে এসে প্রতারকদের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি৷ তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে অভিযোগ৷ আক্রান্তের নাম অসীম হাওলাদার। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বানীপুর এলাকার বাসিন্দা৷ গুরুতর আহত অবস্থায় কুলতলি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে৷

কুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

তবে অসীমকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ৷কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারনার চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ৷

কুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন৷ গত মাসেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিস৷ এদিন ফের একই ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ পুলিশ ও আক্রান্তের বক্তব্যের সূত্র ধরে জানা গিয়েছে, হাবড়ার বাসিন্দা অসীমের সাথে কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা আরিফ শেখের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়৷

কুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

আরিফ শেখ সোনার ঠাকুর বিক্রির টোপ দেয়৷ কয়েকদিন আগে কুলতলিতে এসে সোনার ঠাকুর দেখেও যান অসীম বাবু৷ এদিন তাঁর ঠাকুর কেনার কথা ছিল৷ সেইমতো ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে তিনি কুলতলিতে আসেন ৷ জামতলায় এলে সেখানে তার সাথে আরিফের দেখা হয়৷

কুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

আরিফ কুলতলি জালাবেড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে৷ বাইকে করে অসীমকে নিয়ে জালাবেড়িয়ার উদ্দেশ্যে আরিফ রওনা দেয়৷ এরপর একটি ফাঁকা জায়গায় গিয়ে উপস্থিত হলে অসীমের সন্দেহ হয়৷ তখন তিনি পালানোর চেষ্টা করেন৷ তখনই তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

কুলতলীতে প্রতারণার ফাঁদ ফেঁদে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

তার ব্যাগে থাকা ১ লক্ষ ২ হাজার টাকা নিয়ে অভিযুক্ত চম্পট দেন বলে দাবি আক্রান্তের ৷স্থানীয় বাসিন্দারাই, আহত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিসে খবর দেন৷ পুলিশ এসে তাকে উদ্ধার করে৷ তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

Most Popular

error: Content is protected !!