Tuesday, May 14, 2024
spot_img
Homeখেলাবারাণসীতে ত্রিশূল-বেলপাতার আদলে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম

বারাণসীতে ত্রিশূল-বেলপাতার আদলে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম

সংবাদ সংস্থা: আরও একটি অত্যাধুনিক নতুন স্টেডিয়াম হচ্ছে উত্তরপ্রদেশে। নতুন স্টেডিয়ামটি তৈরি হবে প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা বারাণসীতে। শনিবার নতুন স্টেডিয়ামের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকারেরা।

বারাণসীতে ত্রিশূল-বেলপাতার আদলে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম

থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী এবং সচিব জয় শাহও।বারাণসীর নতুন স্টেডিয়াম তৈরি করা হচ্ছে বিশেষ ভাবনায়। যাতে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো। স্টেডিয়ামের প্রবেশ দ্বার দেখতে হবে বেলপাতার মতো।

বারাণসীতে ত্রিশূল-বেলপাতার আদলে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম

ভিআইপি গ্যালারি দেখতে হবে ডুগডুগির মতো। স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলি হবে ত্রিশূলের আকারের। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে।অত্যাধুনিক এই স্টেডিয়ামটি তৈরি করতে সময় লাগবে ৩০ মাস।বারাণসী রিং রোডের পাশে গঞ্জারি গ্রামে নতুন স্টেডিয়ামের জন জমি চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ সরকার।

বারাণসীতে ত্রিশূল-বেলপাতার আদলে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম

জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে ১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা। সব মিলিয়ে নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রাথমিক ভাবে ৪৫১ কোটি টাকা ধার্য্য করা হয়েছে।

Most Popular