Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলাদেশি বীজের সংরক্ষণ নিয়ে কর্মশালা

দেশি বীজের সংরক্ষণ নিয়ে কর্মশালা

বিশ্ব সমাচার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি ও হায়দ্রাবাদ ওয়াসেনের যৌথ উদ্যোগে দেশি বীজের সংরক্ষণ ও লান্ড্রেস ম্যাপিং মেথডোলজির উপর একটি কর্মশালা হয়ে গেল। বিশেষ করে হারিয়ে যাওয়া ধান ও সবজির বীজ কীভাবে সংরক্ষণ করা যাবে এবং কেন তার সংরক্ষণ প্রয়োজন, সেই সঙ্গে জৈব চাষ কী

দেশি বীজের সংরক্ষণ নিয়ে কর্মশালা

এবং কীভাবে রাসায়নিক সারের মাধ্যমে মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, এ বিষয়ে বিশদে আলোচনা করা হয় এই কর্মশালায়। সংগঠনের সদস্য শান্তনু দাস জৈব চাষ নিয়ে বিশদে আলোচনা করেন। ওয়াসেনের পক্ষে শুভদীপ মণ্ডল লান্ড্রেস ম্যাপিং কী এবং কীভাবে করা হয়, সেটি বাছাই করা চাষিদের সামনে প্র্যাকটিক্যালি দেখান।

দেশি বীজের সংরক্ষণ নিয়ে কর্মশালা

এই কর্মশালায় নামখানা ব্লকের কৃষি আধিকারিক তন্ময় পাইক দেশি বীজের সংরক্ষণ ও জৈব চাষ নিয়ে বিশদে আলোচনা করেন। তিনি উপস্থিত সবাইকে ব্লক কৃষি দপ্তর থেকে কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা করেন। সংগঠনের সম্পাদক অধ্যাপক ড. শান্তনু বেরা তাঁরা আগামী দিনে চাষি ভাইদের জন্য কী ধরনের পরিকল্পনা নিচ্ছেন, তা বলেন।

দেশি বীজের সংরক্ষণ নিয়ে কর্মশালা

আগামীতে ব্লক কৃষি দপ্তর ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তি কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বলেন। তিনি বলেন, এই সংগঠন ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, নারী ও শিশু স্বাস্থ্য, জীবন জীবিকা নির্ভর বিভিন্ন প্রশিক্ষণ, বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন ইত্যাদি নিয়ে কাজ করছে।

দেশি বীজের সংরক্ষণ নিয়ে কর্মশালা

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লক কৃষি আধিকারিক, সংগঠনের সম্পাদক ছাড়াও সংগঠনের সভাপতি অনুপ মাইতি, সহ-সভাপতি প্রবীর পাল, প্রাক্তন সম্পাদক অতনু বেরা, প্রাক্তন সভাপতি অনুপকুমার মাইতি, প্রদীপ ওঝা, পরিচালন কমিটির সদস্য নবকুমার গায়েন, দীপক মাইতি, বাপ্পা দাস প্রমুখ।

Most Popular