Monday, May 20, 2024
spot_img
Homeবিদেশশক্তিশালী ঘূর্ণিঝড়ে লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ১১ হাজার

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ১১ হাজার

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে লণ্ডভণ্ড লিবিয়া।বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে লিবিয়ার উত্তর উপকূলীয় অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ১১ হাজার

নগরটি যেন মৃত্যুপুরী। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মৃতদেহ। ঘূর্ণিঝড়ের জেরে বাঁধ ভেঙে যাওয়ার পর বন্যায় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। রাস্তাঘাটে পড়ে রয়েছে মৃতদেহ।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ১১ হাজার

হাসপাতালে লাশের স্তুপ। বৃহস্পতিবার লিবিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় মৃতের সংখ্যা এখন ১১ হাজার ৩০০। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। প্রায় ১০ হাজার ৫০০ মানুষ নিখোঁজ বলে জানা গেছে।

Most Popular

error: Content is protected !!