Wednesday, May 15, 2024
spot_img
Homeজেলারাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

রাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: রাতের অন্ধকারে কেটে দেওয়া হয়েছে আর্সেনিক প্রবণ এলাকার একটি গ্রামের জলের পাইপলাইন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ধপধপি ২ গ্রাম পঞ্চায়েতের গ্রামে৷ কে বা কারা রাতের অন্ধকারে এই জলের লাইন কোন উদ্দেশ্যে কাটল, তা নিয়ে শুরু হয়েছে চাপান উতোর ৷

রাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

শুক্রবার সকাল থেকেই পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা ৷ বারুইপুর পুরসভা থেকে জলের গাড়ি পাঠানো হলেও জল নেওয়া নিয়ে শুরু হয় মারামারি ৷ অনেকে আবার বাধ্য হয়ে পানীয় জল কিনে খাচ্ছেন৷ এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা৷

রাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

এই গ্রামেই বেশ কয়েক বছর আগে আর্সেনিকের প্রভাবে মৃত্যু হয়েছে একাধিক বাসিন্দার। পরিস্থিতি সামাল দিতে বাম আমলে এই এলাকায় জলের পাইপলাইন বসানো হয় ৷ আর্সেনিকমুক্ত সেই জলই পান করতেন এলাকার বাসিন্দারা৷ কিন্তু এদিন সকালে এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন, এলাকার একাধিক জায়গায় পানীয় জলের পাইপ লাইন কাটা৷

রাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

পানীয় জল না পাওযায় ধপধপি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করাও সম্ভব হয়নি৷ দুপুরেই টিফিনের সময় ছুটি দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের৷ স্কুলের প্রধান শিক্ষক তরুণকুমার পাল জানিয়েছেন, কাল জলের ব্যবস্থা করা হয়েছে ৷ মিড ডে মিলের রান্নাও হবে বলে জানান তিনি ৷

রাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

তবে স্থানীয় বাসিন্দা শ্রাবণী ঘোষ, কেশব হালদাররা জানান, প্রামানিক পাড়া, মণ্ডল পাড়া, নস্কর পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে৷এই বিষয়ে বারুইপুরের বিডিও সৌরভ মাঝি বলেন, বিষয়টি এখনও পর্যন্ত কেউ তাঁকে জানাননি ৷ তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান ৷

রাতের অন্ধকারে জলের পাইপলাইন কেটে দেওয়ায় সমস্যায় ধপধপির বাসিন্দারা

অন্যদিকে, বারুইপুরের পিএইচই-র ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস রায় জানান, তাঁরা বিষয়টি জানেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি৷

Most Popular