Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্য‘রায় বিপক্ষে গেলেই পাল্টা মামলা, এটা হতে পারে না’, রাম নবমী মামলায়...

‘রায় বিপক্ষে গেলেই পাল্টা মামলা, এটা হতে পারে না’, রাম নবমী মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

স্টাফ রিপোর্টার: রামনবমীর অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। এই সংক্রান্ত মামলায় আগেই এনআইএ তদন্তে সাহায্য করতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায়কে এড়িয়ে এনআইএ তদন্তের নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েছিল রাজ্য।

‘রায় বিপক্ষে গেলেই পাল্টা মামলা, এটা হতে পারে না’, রাম নবমী মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের রাম নবমীর মামলার শুনানি ছিল।সোমবার রাজ্যের এই আচরণেই বিরক্তি প্রকাশ করেছে হাই কোর্ট। তারা জানিয়েছে, রামনবমীর অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে তারা কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না।

‘রায় বিপক্ষে গেলেই পাল্টা মামলা, এটা হতে পারে না’, রাম নবমী মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তার পর শীর্ষ আদালতের নির্দেশ পক্ষে না গেলে নতুন মামলা করছেন। এটা হতে পারে না।

‘রায় বিপক্ষে গেলেই পাল্টা মামলা, এটা হতে পারে না’, রাম নবমী মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

আগে এনআইএ মামলা করেছে, সেই মামলা আগে শুনব, তার পরে রাজ্যের মামলা শুনব। কারণ, রাজ্য কোর্টের নির্দেশ পালন না করে নতুন মামলা করে বিষয়টা আরও ঘোরালো করছে।’’

Most Popular

error: Content is protected !!