Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedহরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

হরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

সংবাদ সংস্থা : শনিবার বাংলাদেশের মহিলা দলকে তৃতীয় এক দিনের ম্যাচে হারাতে পারল না ভারত। টাই হল ম্যাচ।এদিন প্রথম ব্যাট করে নিগার সুলতানার দল করে ৪ উইকেটে ২২৫ রান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম উইকেটের জুটিতেই বড় রান তোলে বাংলাদেশ। ভারতীয় দলের বোলারেরা মিরপুরের ২২ গজে তেমন সুবিধা করতে পারেননি। ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেললেন বাংলাদেশের ওপেনার ফারগানা হক।

হরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

৭টি চার মারলেন তিনি। অন্য ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে এল ৭৮ বলে ৫২ রানের ইনিংস। ৫টি চার মারলেন তিনি। প্রথম উইকেটের জুটিতে ৯৩ রান ওঠে বাংলাদেশের। তিন নম্বরে নেমে ভাল ব্যাট করলেন বাংলাদেশের অধিনায়কও। নিগার ৩৬ বলে ২৪ রান করলেন ১টি চারের সাহায্য। ফারগানার সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে তিনি তুললেন ৭১ রান। চার নম্বরে রীতু মনি (২) রান না পেলেও শেষ দিকে আয়োজকদের ইনিংস টানলেন শোভনা মুস্তারি।

হরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

২২ বলে ২৩ রানের আগ্রাসী ইনিংস খেললেন তিনি। ২টি চার মারলেন তিনি। তাঁর এই ইনিংসের সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৪ উইকেটে ২২৫ রান। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম স্নেহ রানা ৪৫ রানে ২ উইকেট নিলেন। দেবিকা বৈদ্য ৪২ রান খরচ করে পেলেন ১ উইকেট।জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়ে লক্ষ্য কঠিন করে ফেললেন হরমনপ্রীতেরা। ওপেন করতে নেমে স্মৃতি মন্ধানা ৮৫ বলে ৫৯ রান করলেন। ৫টি চাপ মারলেন তিনি।

হরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

তবে অপর ওপেনার শেফালি বর্মা (৪) এবং তিন নম্বরে নামা যষ্ঠিকা ভাটিয়া (৫) পর পর আউট হওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। মাত্র ৩২ রানেই ২ উইকেট হারান হরমনপ্রীতেরা। চার নম্বরে নামা হারলিন দেওল ১০৮ বলে ৭৭ রান করে ভারতীয় ইনিংসকে ভরসা দেন। তৃতীয় উইকেটের জুটিতে মন্ধানার সঙ্গে হারলিন তুললেন ১০৭ রান। তাঁদের জুটি ভাঙার পর আর কেউই তেমন বড় রান পেলেন না।

হরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

জেমাইমা রডরিগেজ ৩৩ রানে অপরাজিত থাকলেও উইকেটের অপর প্রান্তে কারও থেকে তেমন সাহায্য পাননি। অধিনায়ক হরমনপ্রীত করলেন ১৪।ভারতের শেষ পাঁচ ব্যাটারের মিলিত অবদান ১৭ রান। ৫০তম ওভারে তৃতীয় ওভারে আউট হয়ে যান মেঘনা সিংহ। তখন জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ১ রান। সেই রান তুলতে না পারায় ২২৫ রানে শেষ হয় ভারতের ইনিংস।

হরমনপ্রীতদের ব্যাটিং ব্যর্থতা, অমীমাংসিত ভাবে শেষ হল তিন ম্যাচের সিরিজ

দু’দলের রান সমান হওয়ায় টাই হয়ে যায় ম্যাচ।বাংলাদেশের সফলতম বোলার নাহিদা আখতার ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৫৫ রানে ২ উইকেট মারুফা আফতারের। ১টি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন।তৃতীয় ম্যাচ টাই হওয়ায় ভারত-বাংলাদেশের এক দিনের সিরিজ শেষ হল অমীমাংসিত ভাবে।

Most Popular

error: Content is protected !!