Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedত্রিস্তর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট করেছে তৃণমূল কংগ্রেস। নমিনেশনে লুট, ভোটের দিনে লুট আর গণনার দিনে লুট। যতদিন যাচ্ছে, তত পচা, দুর্গন্ধ বের হচ্ছে। মঙ্গলবার মগরাহাট থানার উড়াল চাঁদপুর এবং গরুহাটা ভোটের সময়ে ও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপির কর্মীদের দেখতে এসে এভাবে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক গন্ডগোল হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে ভোট গণনা পর্যন্ত খুন হয়েছে রাজ্যের শাসক ও বিরোধী দলের কর্মীরা। ভোটের গণনা শেষ হলেও রাজ্যের বেশ কয়েক জায়গায় ব্যালট পেপার সহ ব্যালট বাক্স পাওয়া গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। ভোটের গণনা শেষ হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনও রাজ্য-রাজনীতি উত্তাল।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য নেতৃত্ব। ভোটের সময় ও ভোট পরবর্তী হিংসায় মগরাহাট থানা এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, এমনটাই অভিযোগ বিজেপির নেতৃত্বের। আহত বিজেপির কর্মীদের দেখতে এদিন দুপুরে মগরাহাট থানার গরুহাটা ও উড়াল চাঁদপুর এলাকায় আসেন রাজ্যের বিরোধী দলনেতাসহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

মগরাহাট এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কটাক্ষ করেন বেঙ্গালুরুতে দেশের বিরোধী দলগুলির জোট বৈঠককে। তিনি বলেন, রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছেন সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা। আর ওই দলগুলির নেতারা তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন। আক্রান্তরা কি মেনে নেবেন এই বৈঠক? শুভেন্দু অধিকারী বলেন, এর মধ্যে হাওড়ার এক কমরেড ব্যাঙ্গালরের মিটিংয়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন, তা দেখেছি।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় লুট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

এছাড়া রাজ্যের বিচাপতিদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, নাম না করে তার কটাক্ষ করেন শুভেন্দু। শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এর শেষ দেখে ছাড়ব।

Most Popular

error: Content is protected !!