Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedএশিয়ান গেমসে খেলতে চেয়ে মোদিকে চিঠি ভারতীয় ফুটবল দলের হেড কোচ স্টিমাচের

এশিয়ান গেমসে খেলতে চেয়ে মোদিকে চিঠি ভারতীয় ফুটবল দলের হেড কোচ স্টিমাচের

৩১ অগাস্ট থেকে থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতীয় কোচ ইগর স্টিমাচের পাখির চোখ এখন সেদিকেই। এশিয়ান গেমসে নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন ভারতীয় ফুটবল দলের হেড স্যার। তিনি যে চিঠি লিখেছেন, সেকথা নিজেই টুইট করে জানালেন স্টিমাচ।

এশিয়ান গেমসে খেলতে চেয়ে মোদিকে চিঠি ভারতীয় ফুটবল দলের হেড কোচ স্টিমাচের

ফুটবলের নিয়মানুযায়ী এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না ভারত। ভারতকে সুযোগ দেওয়ার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কোচ স্টিমাচ। নরেন্দ্র মোদি এবং অনুরাগ ঠাকুরের উদ্দেশে তিনি লিখেছেন, “এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে না পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে কেউ আপনাদের অবগত করেছেন কি না, তা আমার জানা নেই।

এশিয়ান গেমসে খেলতে চেয়ে মোদিকে চিঠি ভারতীয় ফুটবল দলের হেড কোচ স্টিমাচের

২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজোক দেশে ছিল ভারত, যার ফলে তরুণ ফুটবলার তুলে আনার জন্য ব্যয় করা হয়েছিল অনেক। ভারতের ফুটবল দল যে বিশ্বকাপ খেলবে সেই স্বপ্ন আপনারাও দেখেন। তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের যে সমর্থন আগেও পেয়েছ, আশা করছি এবারও সেটা পাব।” দলগত খেলাগুলোর ক্ষেত্রে তালিকায় প্রথম আটে থাকলে এশিয়ান গেমসে খেলতে যাওয়ার ছাড়পত্র দেয় কেন্দ্র। তবে এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের জায়গা ১৮ নম্বরে।

এশিয়ান গেমসে খেলতে চেয়ে মোদিকে চিঠি ভারতীয় ফুটবল দলের হেড কোচ স্টিমাচের

তাই নিয়ম অনুযায়ী সুনীল ছেত্রীরা এশিয়ান গেমসে খেলতে যাওয়ার অনুমতি পাবেন না। সেক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী ভারতীয় ফুটবল দলকে বিশেষ অনুমতি দেন, তাহলে এশিয়ান গেমসে দেখা যাবে সুনীলদের। এই বিশেষ অনুমতি দেওয়ার জন্যই নরেন্দ্র মোদি এবং অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন ভারতীয় ফুটবল দলের হেড স্যার ইগর স্টিমাচ।

Most Popular

error: Content is protected !!