Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedআয়ারল্যান্ড সফরে ভারতের হেড স্যার লক্ষণ

আয়ারল্যান্ড সফরে ভারতের হেড স্যার লক্ষণ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত যে টি-২০ সিরিজ খেলবে, সেখানে দেখা যাবে না কোচ দ্রাবাড়ি সহ কয়েকজন ক্রিকেটারকে।বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের বদলে তরুণ ক্রিকেটার যেমন যশস্বী জসওয়াল কিংবা রিঙ্কু সিং-রা রয়েছেন ব্যাট ধরার জন্য। বিসিসিআই সূত্রে খবর, প্রাক্তন ক্রিকেটার এবং এনসিএ-এর প্রধান ভিভিএস লক্ষ্মণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোচের দায়িত্বের সামলাবেন।

আয়ারল্যান্ড সফরে ভারতের হেড স্যার লক্ষণ

এছাড়াও তাঁর অধীনে থাকবেন একজন ব্যাটিং কোচ এবং একজন বোলিং কোচ। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ব্যাটিং কোচ হিসাবে সীতাংশু কোটাক কিংবা হৃষীকেশ কানিতকরের মধ্যে একজনকে দেখা যেতে পারে। অন্যদিকে, বোলিং কোচ হিসাবে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে সৈরাজ বাহুতুলেকে।আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ৩টি টি-২০ ম্যাচ খেলবে।

আয়ারল্যান্ড সফরে ভারতের হেড স্যার লক্ষণ

ডাবলিনেই প্রতিটি ম্যাচ খেলা হবে। অগাস্ট মাসের ১৮, ২০ এবং ২৩ তারিখে আয়াল্যানেডের মুখোমুখি হবে ভারত। সেই দলে দেখা যেতে পারে এক ঝাঁক তরুণ ভারতীয় ক্রিকেটারকে। রোহিত, বিরাটরা বিশ্রামে গেলে অধিনায়কের চেয়ার সামলাবেন হার্দিক পান্ডিয়া।

Most Popular

error: Content is protected !!