Sunday, May 19, 2024
spot_img
Homeজেলাপঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী

পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী

বিশ্ব সমাচার, ভাঙড় : পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী। জীবনতলা থানার দক্ষিণ বাঘমারির বাসিন্দা সঞ্জয় সর্দার নামে ওই কর্মীর ডিউটি পড়েছিল ভাঙড় ২ ব্লকে। তিনি শনিবার ভোট শেষে ডিসিআরসি কাউন্টারে ভোটের সব কিছু জমা দেন।

পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী

কিন্তু আর বাড়ি ফেরেননি। যদিও পরিবারের দাবি, সঞ্জয় ভোরবেলায় বাড়ি ঢুকবে বলে জানিয়েছিলেন। কিন্তু এদিন তিনি না আসায়, তাঁর স্ত্রী টুম্পা সর্দার জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, ওই ভোটকর্মীর ফোন বন্ধ। ফলে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না। এ নিয়ে ক্রমশ রহস্য বাড়ছে। উৎকণ্ঠা বাড়ছে পরিবারের সদস্যদের।

পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী

জানা গিয়েছে, সঞ্জয়বাবুর ভোটের ডিউটি পড়েছিল ভাঙড় ২ ব্লকের দক্ষিণ গাজীপুরের এসএসকে স্কুলের ১০৭ নম্বর বুথে। তিনি ছিলেন দ্বিতীয় পোলিং অফিসার। ভোটগ্রহণের পর সমস্ত কাজ শেষ করে রাত প্রায় আড়াইটা নাগাদ কাঁঠালিয়া হাইস্কুলের ডিসিআরসি’তে (ডিস্ট্রিবিউশন সেন্টার, রিসিভিং সেন্টার) ব্যালট বক্স সহ অন্যান্য মেটেরিয়াল জমা দেন।

পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী

এরপর কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে বাস ধরে তাঁর শিয়ালদহ যাওয়ার কথা ছিল। সেখান থেকে ক্যানিংয়ের ট্রেন ধরবেন বলে সহকর্মীদের জানিয়েছিলেন। কিন্তু তিনি রবিবার বিকেল পর্যন্ত বাড়িতে ফেরেননি। পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্তও তিনি বাড়িতে ফেরেননি। সঞ্জয়বাবু একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। কীভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন, তা ভাবাচ্ছে প্রশাসনকেও।

পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সেরে, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ভোটকর্মী

এদিকে, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রথম পোলিং অফিসারের থেকে তাঁরা জানতে পেরেছে যে, ভোটের দিন সকাল থেকেই তিনি অবসাদগ্রস্ত হয়ে ছিলেন। ভোটের কাজেও খুব একটা মনযোগ ছিল না। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Most Popular

error: Content is protected !!