Saturday, May 18, 2024
spot_img
HomeUncategorizedবারুইপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট বাক্স লুট, ভোট বন্ধ করে দিল...

বারুইপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট বাক্স লুট, ভোট বন্ধ করে দিল প্রশাসন

বিশ্ব সমাচার, বারুইপুর: নির্দল প্রার্থী ও শাসক দলের এজেন্টের সঙ্গে বচসা পরে সংঘর্ষ ও ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়াকে কেন্দ্র করে সেই বুথের ভোট বন্ধ করে দিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পুরী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথে।

বারুইপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট বাক্স লুট, ভোট বন্ধ করে দিল প্রশাসন

ওই বুথের ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যালট বাক্স লুট করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুরী অবৈতনিক বিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়। এর জেরে ভোট বন্ধ হয়ে যায়। এই বুথে নির্দল প্রার্থী গফফর আলি সরদার ও তাঁর ছেলেকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ ও তৃণমূলের বাহিনী বুথে ঢুকে ছাপ্পা দেয়। এমনকী ভোটের দায়িত্বে থাকা অফিসারদের মারধর করা হয়। সিপিএম প্রার্থী মঈদুল মণ্ডলকে হুমকি দেওয়া হয়।

বারুইপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট বাক্স লুট, ভোট বন্ধ করে দিল প্রশাসন

তাতে এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন।
তৃণমূল কংগ্রেস নেতা জানান, নির্দল প্রার্থী সেখানে গন্ডগোল করে ভোট বন্ধ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এজেন্ট প্রতিবাদ করেছিল বলে ঝামেলা করেন নির্দল প্রার্থী এবং তাঁর অনুগামীরা। ভাঙচুর করা হয় স্কুলের দরজা, আসবাবপাত্র। ভোটের সরঞ্জাম সব উল্টেপাল্টে দেয় এবং কাগজও ছিঁড়ে দেয়। ব্যালট বাক্স নিয়ে পুকুরে ফেলে দেয়। পরে খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে সেই ব্যালট বাক্স উদ্ধার করে নিয়ে যায়।

বারুইপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট বাক্স লুট, ভোট বন্ধ করে দিল প্রশাসন

সেখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা আতঙ্কে ছিলেন। সেইজন্যে ওই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। যদিও এই এলাকার ভোটাররা আবার ভোট দিতে চান ওই কেন্দ্রে। পরে এলাকার ছেলেরা পুকুর থেকে কিছু ব্যালট পেপার উদ্ধার করে নিয়ে আসেন।

Most Popular

error: Content is protected !!