Friday, April 26, 2024
spot_img
Homeদেশরেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল বোর্ড : রেলমন্ত্রী

রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল বোর্ড : রেলমন্ত্রী

সংবাদ সংস্থা : বালেশ্বরে রেল দুর্ঘটনার তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার সুপারিশ করল রেলওয়ে বোর্ড।রবিবার সন্ধ্যায় ভুবনেশ্বরের রেল সদনে এই দুর্ঘটনার বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রেলমন্ত্রী। সেখানেই এই ঘটনার সিবিআই তদন্তের খবর জানান তিনি।

রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল বোর্ড : রেলমন্ত্রী

ওড়িশার বাহানগা বাজারের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রীবলেছিলেন, “রেলের নিরাপত্তা সংক্রান্ত কমিশনার শনিবার দুর্ঘটনাস্থলে ছিলেন, সিআরএস সবার সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত তদন্ত করেছেন। দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে।’’ এরপরই তিনি বলেন, ‘‘এই কাজ যাঁরা ঘটিয়েছেন তাঁদেরও চিহ্নিত করে ফেলা হয়েছে।’’ তাহলে কি চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার নেপথ্যে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়েই দিলেন রেলমন্ত্রী?

রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল বোর্ড : রেলমন্ত্রী

এই প্রশ্নের উত্তরে অবশ্য অশ্বিনী বলেছিলেন, “এখনই এই নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।” তদন্ত-রিপোর্ট প্রকাশ্যে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি। তারপরে এদিন সন্ধ্যায় দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশের কথা জানালেন রেলমন্ত্রী।

Most Popular