Friday, April 26, 2024
spot_img
Homeজেলাবন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

অমিত মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : বাবা দিনমজুর। নিজেদের বলতে কেবলমাত্র কুড়ি শতক জল জমি ও ছাদ ফেলা দুই কামরার ঘর। যদিও এই ঘরটি তৈরি হয়েছে কিছুদিন আগে। অতীতে ইয়াসের মতো ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছিল মাইতি পরিবারের টালির দো চালা মাটির বাড়িটি।

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

এরপর ধার দেনা করে কোন রকমের ছাদ ফেলা এই বাড়িটি তৈরি করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার পাতিবুনিয়া এলাকার বসন্ত মাইতি। তবে দিন আনা দিন খাওয়া সংসারে আজও রয়েছে অভাবের ছায়া। লোকের জমিতে দিনমজুরি করে কোন রকমের চলে সংসার।

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

তার ওপর দুই ছেলের পড়াশুনা। অভাবের সংসারের এই টানাটানির ছবিটাও খুব চেনা ছিল মাইতি পরিবারের বড় ছেলে পবিত্রর। অভাব এবং প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে করতে সে আজ বড় হয়েছে। বহুবার সে নদী বাঁধ ভেঙে গোটা গ্রাম নোনা জলে প্লাবিত হতে দেখেছে।

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

আজ সেই পবিত্র বড় হয়েছে, সে জীবনে আরও বড় হতে চায়। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কিভাবে তা সম্ভব, জানা নেই তার।সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। অভাবের সংসারে লড়াই করে সারা রাজ্যের মধ্যে নজির গড়েছে পাতিবুনিয়া গ্রামের বাসিন্দা পবিত্র মাইতি।

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। বাড়িতে এখন বহু মানুষ তাকে শুভেচ্ছা জানাতেও আসছেন। কিন্তু এত শুভেচ্ছার মাঝেও চিন্তিত পবিত্র। কারণ এই পবিত্রই জানে, কতটা লড়াই করলে তবেই জীবনের একটি দিন অতিক্রান্ত করা যায়।

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

ছেলের ফলাফলে খুশি পরিবারের প্রত্যেকেই। তবুও দিশাহীন হয়ে পড়েছেন পবিত্রর বাবা বসন্ত মাইতি। কিভাবে ছেলেকে পড়াশোনা করাবেন, তা জানা নেই তাঁর।আর্থিক সামর্থ্য নেই, তবুও দুচোখে রয়েছে স্বপ্ন।

বন্যায় ডুবে গিয়েছিল বাড়ি, তবুও লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম নামখানার পবিত্র

কিভাবে তা পুরণ হবে, জানা নেই পবিত্রর। তবে আশা ও প্রত্যাশা রয়েই গিয়েছে মাইতি পরিবারের। আমরা রয়েছি পবিত্রর পাশে, আপনিও বাড়িয়ে দিন সহযোগিতার হাত, যোগাযোগ করুন এই নাম্বারে 7797094308.

Most Popular