Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যবাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’, নির্দেশ সুপ্রিমকোর্টের

বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’, নির্দেশ সুপ্রিমকোর্টের

স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গ সরকারের ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।‘দ্য কেরালা স্টোরি’ বাংলার কোনও সিনেমা হলে প্রদর্শিত হবে না, এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ছবিকে কেন্দ্র করে কোনও রকম অশান্তি যাতে না হয়, তাই এমন নির্দেশ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’, নির্দেশ সুপ্রিমকোর্টের

তাঁর নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা।প্রধান বিচারপতি জানিয়েছেন, ”শুধুমাত্র সাধারণ মানুষের আবেগের উপর নির্ভর করে মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করা যায় না। মানুষের আবেগ নিয়ন্ত্রিত হওয়া দরকার। যদি আপনার পছন্দ না হয়, তাহলে দেখবেন না। বক্স অফিসের উপর ছেড়ে দিন পুরো বিষয়টা।”

বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’, নির্দেশ সুপ্রিমকোর্টের

সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জানিয়েছেন, ”শুধুমাত্র সাধারণ মানুষের আবেগের উপর নির্ভর করে মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করা যায় না। মানুষের আবেগ নিয়ন্ত্রিত হওয়া দরকার। যদি আপনার পছন্দ না হয়, তাহলে দেখবেন না। বক্স অফিসের উপর ছেড়ে দিন পুরো বিষয়টা।দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে।

বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’, নির্দেশ সুপ্রিমকোর্টের

আর কোথাও তেমন কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। বাংলাতেও যে তিন দিন ছবিটি চলেছে, তাতে তেমন কোনও অশান্তির নজির নেই। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে।” অবশেষে ফের বাংলায় দেখা যাবে পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি।

Most Popular