Friday, April 26, 2024
spot_img
Homeজেলাপাথরপ্রতিমার এক বিধবাকে ধর্ষণের ঘটনায়, দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল...

পাথরপ্রতিমার এক বিধবাকে ধর্ষণের ঘটনায়, দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : এক ৭০ বছরের বৃদ্ধা বিধবা মহিলার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে মারধোরের ঘটনায়, সাজা ঘোষণা করল আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত্রি ১২টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার ছোট বনশ্যাম নগর গ্রামের বাসিন্দা জয়দেব জানা, ওই গ্রামেরই এক ৭০ বছরের বিধবা মহিলার বাড়িতে টালির চাল খুলে ঢোকে।

পাথরপ্রতিমার এক বিধবাকে ধর্ষণের ঘটনায়, দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

এরপরই ওই বৃদ্ধা বিধবা মহিলাকে ধর্ষণ করে এবং এই ঘটনাটি কাউকে না বলার জন্য মারধর করে ও ভয় দেখায়। পরে পাথরপ্রতিমা থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। এই মামলায় উভয় পক্ষের শুনানির শেষে ও বিভিন্ন কাগজপত্র দেখে, বিচার বিবেচনা করে মঙ্গলবার আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত।

পাথরপ্রতিমার এক বিধবাকে ধর্ষণের ঘটনায়, দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

এরপরই বুধবার কাকদ্বীপ মহকুমার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের সেকেন্ড কোর্টের বিচারপতি তপন কুমার মন্ডল আসামী জয়দেব জানাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি ওই ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

পাথরপ্রতিমার এক বিধবাকে ধর্ষণের ঘটনায়, দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

এ বিষয়ে এই মামলার সরকার পক্ষের আইনজীবী বীনা দাস বলেন, কাকদ্বীপ তথা সমগ্র দেশের নিরিখে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।

Most Popular