Tuesday, May 21, 2024
spot_img
Homeজেলাসাইকেলে চড়ে কুলতলির গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন বিডিও

সাইকেলে চড়ে কুলতলির গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন বিডিও

রফিকুল ঢালী, কুলতলি : কুলতলী এলাকার বাসিন্দাদের কাছে দুয়ারে সরকারের সুফল পৌঁছে দিতে সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন কুলতলির বিডিও বীরেন্দ্র অধিকারী৷ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, বিশেষত যেখানে গাড়ি যায় না, সেখানে পায়ে হেঁটে বা সাইকেলে চেপে মানুষের দুয়ারে পৌঁছলেন তিনি ৷ সাধারণমানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সম্পর্কে বোঝানোর পাশাপাশি, যাঁরা এখনও পর্যন্ত কোনও সরকারি প্রকল্পের সুবিধা নেননি, তাঁদের হাতে নিজেই ফর্ম তুলে দিলেন।

সাইকেলে চড়ে কুলতলির গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন বিডিও

এছাড়াও তিনি প্রয়োজনীয় নথিপত্র সহ এই ফর্ম জমা দেওয়ার কথা প্রত্যেককেই বলেছেন৷ রবিবার বিডিও-কে কুলতলির ব্লকের দেউলবাড়ি দেবীপুর গ্রামের দেউলবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায় সাইকেল নিয়ে ঘুরতে দেখা গেল৷ প্রত্যন্ত সুন্দরবনের এই গ্রামে এর আগে কোনওদিন কোনও বিডিও আসেননি।

সাইকেলে চড়ে কুলতলির গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন বিডিও

এই এলাকার বেশীরভাগ মানুষ নদী থেকে মাছ ও কাঁকড়া সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন৷ যে কারণে গ্রামের বহু মানুষ বাঘের হামলায় নিহত বা আহত হন ৷ অনেকে আবার এই সময় মধু সংগ্রহের জন্য জঙ্গলে যান৷ সেইসব পরিবারের কাছে পরিষেবা পৌঁছে দিতেই বিডিওর এই সাইকেল সফর। তবে বিডিওর এমন ভুমিকায় খুশি এলাকার বাসিন্দারা৷

সাইকেলে চড়ে কুলতলির গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন বিডিও

এবিষয়ে স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ বিশ্বাস ও আব্দুল কাহার লস্কর জানান, এতে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন৷ স্বামী মারা গেলেও, এতদিন বিধবা ভাতা পাননি মোয়াজ্জাম মোল্লা। এদিন বিডিও সাহেবের কাছ থেকে তিনি ফর্ম সংগ্রহ করেছেন ৷ বিধবা ভাতার জন্য তিনি আবেদন জানাবেন বলে জানান।

Most Popular

error: Content is protected !!