Sunday, May 19, 2024
spot_img
Homeজেলাদুয়ারে সরকার শিবিরে জানানোর দু'ঘণ্টার মধ্যে বিষ্ণুপুরে তপনের বাড়িতে বিদ্যুৎ এল

দুয়ারে সরকার শিবিরে জানানোর দু’ঘণ্টার মধ্যে বিষ্ণুপুরে তপনের বাড়িতে বিদ্যুৎ এল

গোপাল মণ্ডল, বিষ্ণুপুর: দুয়ারে সরকার শিবিরে জানানোর দু’ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পেলেন বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের তপন সানি৷ বিগত ৩০ বছরের বেশি সময় ধরে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না৷ বিদ্যুৎ দপ্তরের অফিস সহ বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে সোমবার দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হন তপন সানি৷ বিষ্ণুপুর এক নম্বর ব্লকের আমগাছিয়ার সানিপাড়ায় তাঁদের বাড়ি৷ নানান জটিলতার কারণে এতদিন বিদ্যুৎ ছিল না তাঁদের বাড়িতে৷

দুয়ারে সরকার শিবিরে জানানোর দু'ঘণ্টার মধ্যে বিষ্ণুপুরে তপনের বাড়িতে বিদ্যুৎ এল

দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগের আবেদন জানান তিনি৷ ঘটনার সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এক নম্বর ব্লকের বিডিও সুবীর দন্ডপাটও ৷ এই বিষয়ে স্থানীয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকেও বিষয়টি প্রশাসনকে জানানো হয় ৷ অবশেষে আবেদন করার দু’ ঘণ্টার মধ্যে ৩০ বছরের পুরোনো সমস্যার সমাধান হয়ে যায় ৷

দুয়ারে সরকার শিবিরে জানানোর দু'ঘণ্টার মধ্যে বিষ্ণুপুরে তপনের বাড়িতে বিদ্যুৎ এল

এই ঘটনায় উচ্ছ্বসিত সানি পরিবার৷ তপন সানি জানান, বিভিন্ন জায়গায় ঘুরেও কোনও কাজ হচ্ছিল না। অবশেষে বাড়ির সামনেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্যার সমাধান সম্ভব হল৷ পরিবারের সদস্য পূজা সানি বলেন, এই ঘটনায় তাঁরা খুশি৷ আরেক সদস্য রিয়া সানির বক্তব্য, এতদিন কারেন্ট না থাকায় পড়াশুনো থেকে মোবাইল চার্জ দেওয়া সবেতেই সমস্যা হচ্ছিল৷

দুয়ারে সরকার শিবিরে জানানোর দু'ঘণ্টার মধ্যে বিষ্ণুপুরে তপনের বাড়িতে বিদ্যুৎ এল

পাশের একটি বাড়ি থেকে কোনওরকমে লাইন নিয়ে কাজ চালাতে হচ্ছিল৷ দীর্ঘ ৩০ বছরেরে এই সমস্যার সমাধান হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন বলে জানান তিনি ৷

Most Popular

error: Content is protected !!