Monday, May 20, 2024
spot_img
Homeজেলাবারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকি

বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকি

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে আগেই ছাড়া পেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বাকি আইএসএফ কর্মীরা মঙ্গলবার বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পান।তাঁদেরকে উজ্জীবিত করতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এদিন বারুইপুর সংশোধনাগারের সামনে আসেন এবং কর্মীদের পাশে দাঁড়ান।গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনা ঘটে তৃণমূল কর্মীদের সঙ্গে। বেশ কিছু গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কলকাতার ধর্মতলাতেও আইএমএফের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ নওশাদ সিদ্দিকি-সহ আইএসএফের ৮১ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছিল।

বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকি

এদিন নওশাদ সিদ্দিকি সাংবাদিকদের জানান, মিথ্যা মামলায় জেলবন্দি ভাঙড়ের কর্মী-সমর্থকদের বাড়ি নিয়ে যেতে নিজেই বারুইপুর সংশোধনাগারের সামনে হাজির হয়েছেন। জেল থেকে তিনি নিজে ছাড়া পাওয়ার সময় কর্মী-সমর্থকরা তাঁকে সংবর্ধনা জানিয়ে ফুরফুরা শরিফ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কর্মীদের পাশে থাকার বার্তা দিতেই এদিন বারুইপুর সংশোধনাগারের বাইরে নিজেই হাজির হন বিধায়ক। মোট ৮১ জনকে এদিন আদালতের নির্দেশে জামিনে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকি

সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী-সমর্থকরা প্রিয় বিধায়ককে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের সান্ত্বনা দেন, পাশে থাকার বার্তা দেন বিধায়ক। তাঁর পরিষ্কার বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা এর মোকাবিলা করবেন। শওকত মোল্লাকে তৃণমূলের পর্যবেক্ষক করা নিয়ে তাঁর বক্তব্য, আরাবুলের সঙ্গে দল অন্যায় করেছে। ভাঙড়ে তিনিই তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন।

বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকি

আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে কোনও রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে না বলে জানান তিনি। তবে কেউ ভাঙড়কে অশান্ত করতে চাইলে সহজে ছেড়ে দেওয়া হবে না বলে জানান তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হয়, সেই দাবি জানান তিনি। এই বিষয়ে তাঁরা আইনি পদক্ষেপ নিতে পারেন বলে এদিন ইঙ্গিত দেন তিনি। আসন্ন নির্বাচনে জোট নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের জোটের কথা বলতে হবে না।

বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কর্মীদের পাশে গিয়ে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকি

মানুষ অত্যাচার, যন্ত্রণা থেকে বাঁচতে নিজেরাই বাঁচার রাস্তা খুঁজে নেবেন। সাগরদিঘি সেই পথ দেখিয়েছে বলে জানান তিনি। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নওয়াজ সিদ্দিকি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তিনি ভাঙড়ে যাবেন বলে তিনি জানান।

Most Popular

error: Content is protected !!