Friday, April 26, 2024
spot_img
Homeজেলাকুলপিতে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

কুলপিতে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

সানওয়ার হোসেন, কুলপি : দলীয় সভায় মারপিটের অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনার কুলপির বিজেপির মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক। পুলিশ জানিয়েছে, ধৃত মনোজ হালদার স্থানীয় ঝাউখালির ও সুবির সর্দার কুলপির বাসিন্দা। শনিবার রাতে বাড়ি থেকে মনোজকে ও রবিবার সকালে বাড়ি থেকে সুবিরকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়।

কুলপিতে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে কুলপির শ্যামবসুরচকে একটি আবাসন ভাড়া নিয়ে বিজেপির কিষান মোর্চার ডাকে সভা চলছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি বিলু নস্কর। তাঁর উপস্থিতিতে কুলপি বিধানসভার ইনচার্জ তথা বিজেপি নেতা স্বপন হালদারের গোষ্ঠীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মনোজ হালদার ও সুবির সর্দার। অভিযোগ, স্বপন ও তাঁর অনুগামীদের হেনস্থার পাশাপাশি বেধড়ক মারধর করা হয়। সভার চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।

কুলপিতে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

সেদিন রাতে কুলপি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি নেতা স্বপন হালদার। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মনোজ ও সুবীরকে। এবিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃত্তিবাস সরদার বলেন, “ছোট্ট ঘটনা, নিজেদের মধ্যে তর্কাতর্কি বিতর্ক হয়েছিল।

কুলপিতে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

সেই ঘটনায় পুলিশ ও তৃণমূলের পরিকল্পনায় মনোজকে গ্রেফতার করা হয়েছে।” অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বলেন, “এটা কোন দলীয় কোন্দল নয়, নিজেদের পুরনো বিবাদের জেরেই এই গন্ডগোল। সেটি অন্যভাবে মিটিয়ে নেওয়া যেত। কিন্তু এখন যেটা হয়েছে সেটা ভালো হয়নি।”

কুলপিতে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

অপরদিকে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার জানান, “আমরা এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত, বিজেপি কোথায় কি করছে তা দেখার সময় আমাদের নেই। এই বিজেপি দল নিজেরা যেমন দাঙ্গা বাধায় তেমনি নিজেদের মধ্যেও দাঙ্গাবাজি করে।”

Most Popular