Friday, April 26, 2024
spot_img
Homeজেলাবহুরূপীদের আগমনে বৈচিত্র্যময় গঙ্গাসাগর মেলা

বহুরূপীদের আগমনে বৈচিত্র্যময় গঙ্গাসাগর মেলা

বিশ্ব সমাচার, গঙ্গাসাগর: শনিবার ভোর থেকে শুরু হয়েছে শাহি স্নান। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রঙিন হয়ে উঠেছে সাগরমেলা। আর সেই মেলার আকর্ষণ বাড়িয়েছে বহুরূপীদের দল। সাগরতটজুড়ে ঘুরে বেড়াচ্ছেন শিব-‌দুর্গা। জীবন্ত শিব-‌দুর্গার সাক্ষাৎ পেয়ে পুণ্যার্থীরা প্রণাম সেরে নিচ্ছেন। দিচ্ছেন প্রণামীও। আসলে এই শিব-‌দুর্গা অমল মণ্ডল ও সুব্রত বিশ্বাস। এঁরা থাকেন গোসাবার সাতজেলিয়াতে।

বহুরূপীদের আগমনে বৈচিত্র্যময় গঙ্গাসাগর মেলা

রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত। বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে বেড়ান এঁরা। চৈত্র মাসে শিবের গাজন করেন। সম্পর্কে জামাই ও শ্বশুর। অমল, সুব্রতর মতো স্ট্যাচু সেজে দাঁড়িয়ে পড়েছেন কুলপির রাজারামপুরের বাসিন্দা গোপাল মণ্ডল। তিনি কপিলমুনি মন্দিরের গেট মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়েছেন।

বহুরূপীদের আগমনে বৈচিত্র্যময় গঙ্গাসাগর মেলা

তিনি কপিলমুনির মাহাত্ম্য প্রচার করছেন। তাঁকে নিয়ে পুণ্যার্থীরা সেলফি তুলছেন। কেউ কেউ টাকা দিচ্ছেন। আসলে অমল, সুব্রত, গোপালরা এসেছেন পুণ্যার্থীদের কাছে নিজের শিল্পকে তুলে ধরতে। সঙ্গে কিছু বাড়তি উপার্জন করে বাড়ি ফিরবেন তাঁরা।

Most Popular