Sunday, May 19, 2024
spot_img
Homeজেলাকাকদ্বীপে শুরু হল ফুল মেলা

কাকদ্বীপে শুরু হল ফুল মেলা

বিশ্ব সমাচার কাকদ্বীপ : ফুল দিয়ে বরণ করে নেওয়া হল ইংরাজি নববর্ষকে। কাকদ্বীপ এগ্রি – হর্টি কালচার সোসাইটির উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধান ময়দানে শুরু হল ফুলমেলা – ২০২৩। রবিবার এই মেলার উদ্বোধন করেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা।

কাকদ্বীপে শুরু হল ফুল মেলা

এছাড়াও উপস্থিত ছিলেন, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্তোষ মন্ডল, মহকুমাশাসক অরণ্য ব্যানার্জি ও মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবিষয়ে এগ্রি- হর্টি কালচার সোসাইটির সম্পাদক প্রবীর পাণ্ডা বলেন, “এবছর ফুল মেলা ৩০তম বর্ষে পদার্পণ করল। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।

কাকদ্বীপে শুরু হল ফুল মেলা

ফুল, ফল, সবজি গাছ ছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন রকমের বনসাই। মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে ফুল মেলার পাশাপাশি আনন্দ মেলারও আয়োজন করা হয়েছে। আনন্দ মেলায় বসেছে রকমারি স্টল। এই মেলা চলবে আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত।”

Most Popular

error: Content is protected !!