Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যবছরের শেষ দিনে তুষারপাত দেখল দার্জিলিং

বছরের শেষ দিনে তুষারপাত দেখল দার্জিলিং

স্টাফ রিপোর্টার: বছরের শেষ দিনে তুষারপাত দেখল দার্জিলিং। শনিবার ভোর থেকে তুষারপাত শুরু হয় সান্দাকফুতে।দার্জিলিং শহর থেকে কিছুটা বেশি উচ্চতায় সান্দাকফু থেকে ফালুট যাওয়ার পথে চন্দুগ্রামে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়। অপেক্ষাকৃত নিচু এলাকায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বড়দিন থেকেই পর্যটকে ঠাসা পাহাড়।

বছরের শেষ দিনে তুষারপাত দেখল দার্জিলিং

তবে সেই তুলনায় সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় প্রবল ঠান্ডার কারণে পর্যটকের সংখ্যা কিছু কম। বছর শেষে তুষারপাত উপভোগ করছেন তাঁরাই।সান্দাকফুর নীচের উচ্চতায় টংলু, টুমলিং-সহ , কালিপোখরি, বিকে ভঞ্জন-সহ বিভিন্ন এলাকাতেও শনিবার সকালের দিকে হালকা তুষারপাত হয়।

বছরের শেষ দিনে তুষারপাত দেখল দার্জিলিং

স্থানীয়দের একাংশের দাবি, শনিবারের আবহাওয়া বলছে বছরের প্রথম দিনই ফের তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তর সিকিমে শনিবার আবার তুষারপাত হয়। এ নিয়ে ডিসেম্বরে তিন দফায় তুষারপাত হল উত্তর সিকিমে।

Most Popular