Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য‘আমার সঙ্গে একমঞ্চে বসতে চাননি’, স্লোগান বিতর্কে মমতাকে খোঁচা শুভেন্দুর

‘আমার সঙ্গে একমঞ্চে বসতে চাননি’, স্লোগান বিতর্কে মমতাকে খোঁচা শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠেছিল। আর তাকে কেন্দ্র করে চলছে জোর রাজনৈতিক তরজা।এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি সাংসদ, বিধায়ক এবং কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন।

‘আমার সঙ্গে একমঞ্চে বসতে চাননি’, স্লোগান বিতর্কে মমতাকে খোঁচা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথাই মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলাতেও। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নয়, স্রেফ আবেগের বশে বিজেপি কর্মীরা

‘আমার সঙ্গে একমঞ্চে বসতে চাননি’, স্লোগান বিতর্কে মমতাকে খোঁচা শুভেন্দুর

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন।বিজেপি নেতানেত্রীদের পালটা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কোনও ট্রেনের যাত্রা শুরু হলে দুগ্গা দুগ্গা বলা উচিত ছিল। অযথা রামনাম করবেন কেন? স্থান-কাল-পাত্রের জ্ঞান না থাকায় বিজেপি এই কাজ করেছে।”

Most Popular