Friday, April 26, 2024
spot_img
Homeদেশআর্জেন্টিনার প্রতি অগাধ ভালবাসা, এবার ভারতের ফুটবলারদের ফুটবল শেখাবে মেসির দেশ

আর্জেন্টিনার প্রতি অগাধ ভালবাসা, এবার ভারতের ফুটবলারদের ফুটবল শেখাবে মেসির দেশ

সংবাদ সংস্থা : ভারতে ফুটবল প্রশিক্ষণ দিতে চায় আর্জেন্টিনা। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।কেরলের খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেবে লিয়োনেল মেসির দেশ।ফুটবল পাগল রাজ্য হিসাবেই পরিচিত কেরল। শুধু ফুটবল ম্যাচ ঘিরেই নয়, বিদেশের ফুটবল ঘিরেও সে রাজ্যের মানুষের আগ্রহ তুঙ্গে থাকে।

আর্জেন্টিনার প্রতি অগাধ ভালবাসা, এবার ভারতের ফুটবলারদের ফুটবল শেখাবে মেসির দেশ

সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলেও সেই জিনিস দেখা গিয়েছে। নজর এড়ায়নি আর্জেন্টিনারও। মেসির দেশ এ বার কেরলের ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবল শেখাতে চায়। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের তরফে এমন প্রস্তাব এসেছে।জানা গিয়েছে, ভারতে আর্জেন্টিনার দূত হুগো জেভিয়ার গোব্বি কিছু দিনের মধ্যেই কেরলে যাবেন।

আর্জেন্টিনার প্রতি অগাধ ভালবাসা, এবার ভারতের ফুটবলারদের ফুটবল শেখাবে মেসির দেশ

কী ভাবে খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা হতে পারে। পাশাপাশি কৃষি এবং মৎস্যশিল্প নিয়েও আলোচনা হবে। কেরলের আর্জেন্টিনা সমর্থকদের চোখের সামনে থেকে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন হুগো।

Most Popular