Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যগ্রুপ ডি নিয়োগে মোটা টাকার লেনদেন! মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ

গ্রুপ ডি নিয়োগে মোটা টাকার লেনদেন! মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ

স্টাফ রিপোর্টার: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির একটি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।উত্তরপত্রে (ওএমআর শিট) বিকৃতি হয়েছে বলে মেনে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই প্রেক্ষিতে বৃহস্পতিবারের মধ্যে ১০০টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসিকে এই ১০০ ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

গ্রুপ ডি নিয়োগে মোটা টাকার লেনদেন! মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ

একই সঙ্গে মামলাকারীর আইনজীবীকে আদালতের নির্দেশ, ২,৮২৩ জনের ওএমআর শিট বিকৃত করার যে অভিযোগ করা হচ্ছে, সেগুলি খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। সিবিআই এই বিকৃত ওএমআর শিটগুলি উদ্ধার করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১০ দিনের মধ্যে মামলাকারীর আইনজীবীর হাতে তা তুলে দেবে।এ দিন বিচারপতি জানান, দেখা গিয়েছে, অনেকে শূন্য পেয়েছেন।

গ্রুপ ডি নিয়োগে মোটা টাকার লেনদেন! মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ

কিন্তু তাঁদের ৪৩ নম্বর দেওয়া হয়েছে! এর পরই বিচারপতির মন্তব্য, ‘‘৪৫ নম্বরের পরীক্ষায় ৪৩ নম্বর দেওয়া হল কেন? একটু কম নম্বর দেওয়া হয়ে গেল!’’ বিচারপতি গঙ্গোপাধ্যায় এর পরই ওএমআর শিটে বিকৃতির আশঙ্কা করেন এবং একটি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘‘ইডি আজ থেকেই তদন্ত শুরু করুক।’’

Most Popular