Friday, April 26, 2024
spot_img
Homeদেশঅন্য জাতে বিয়ে করায় প্রতি বছর শয়ে শয়ে খুন

অন্য জাতে বিয়ে করায় প্রতি বছর শয়ে শয়ে খুন

সংবাদ সংস্থা : ভিন জাতে বিয়েতে পরিবারের সম্মান রক্ষার নামে খুন! একাধিক অভিযোগ উঠেছে বারবার। এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তৃতাতেও উঠল সেই প্রসঙ্গ। আইন এবং নৈতিকতা- প্রসঙ্গে ভাষণে ১৯৯১ সালে একটি মার্কিন পত্রিকায় প্রকাশিত সম্মান রক্ষার নামে খুনের খবর তুলে আনেন তিনি।

অন্য জাতে বিয়ে করায় প্রতি বছর শয়ে শয়ে খুন

ওই রিপোর্ট অনুসারে, ১৫ বছরের একটি মেয়ে ২০ বছরের এক যুবকের সঙ্গে ঘর ছাড়েন। ওই যুবক নিম্নবর্ণের ছিলেন।এর জেরেই গ্রামের উচ্চবর্ণের লোকেরা তাঁদের হত্যা করে। এবং খুনকে ন্যায়সঙ্গত বলেই মনে করেছিলেন ওই উচ্চবর্ণের গ্রামবাসীরা, কারণ তাঁরা মনে করতেন সামাজিক আচরণবিধি মেনে এই কাজ করা হয়েছিল।

অন্য জাতে বিয়ে করায় প্রতি বছর শয়ে শয়ে খুন

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অন্য জাতে প্রেম-বিয়ে করার জন্য প্রতিবছর শতশত মানুষ খুন হয়ে যান’

Most Popular